বিশ্রাম চাইতে চাইতেই নির্বাচকদের পরিকল্পনা বানচাল করে দিচ্ছেন বিরাট কোহলি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ইংল্যান্ডের মাটিতে বাকি আরেকটি একদিনের ম্যাচ। তারপর ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে একদিনের সিরিজ এবং পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জর উদ্দেশ্যে রওনা দেবে ভারতীয় দল। যদিও একদিনের সিরিজে অনেক নামিদামি তারকাই উপস্থিত থাকছেন না। তাদেরকে টি-টোয়েন্টি সিরিজের আগে কিছুটা বিশ্রাম দেওয়া হয়েছে। কিন্তু সদ্য ঘোষিত টি-টোয়েন্টি সিরিজ স্কোয়াডেও বুমরা এবং কোহলিকে বিশ্রাম দেওয়া হয়েছে।

<span;>বুমরাকে বিশ্রাম দেওয়ার কারণটা মানা যায়। এই মুহূর্তে ভারতীয় টি টোয়েন্টি দলের ১১টি জায়গার প্রতিটিতে দুটো করে সমান শক্তিশালী অপশন রয়েছে একটি জায়গা বাদে। সেই জায়গাটি হল যশপ্রীত বুমরার জায়গা। ভারতের এই দুর্দান্ত বোলারের কোন বিকল্প নেই। তাই তারকা ফাস্ট বোলারকে নিয়ে কোনোরকম ঝুঁকি নিতে রাজি নয় বিসিসিআই। খুব সম্ভবত এশিয়া কাপে অংশগ্রহণ করে তারপর একেবারে বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে তাকে।

<span;>কিন্তু বিরাট কোহলির ক্ষেত্রে ব্যাপারটা একেবারেই অন্যরকম। নির্বাচকরা চেয়েছিল বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে পূর্ণশক্তির ভারতীয় দলকে একসাথে মাঠে নামিয়ে তাদের শক্তি পরীক্ষা করে নিতে। কিন্তু সেই ব্যাপারে বাধ সেধেছেন বিরাট কোহলি নিজেই। ভারতীয় তারকা নিজেই সেই সফর থেকে বিশ্রাম চেয়ে নিয়েছেন যা নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন রকম প্রতিক্রিয়া দেখা গিয়েছে। অনেকেই মনে করছেন নিজের ভবিষ্যৎ বুঝতে পেরে নিজেই ধীরে ধীরে সরে দাঁড়ানোর পরিকল্পনা করছেন বিরাট।

<span;>৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষান, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, দীপক হুডা, শ্রেয়স আইয়ার, দীনেশ কার্তিক, রিশভ পন্থ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, রবি অশ্বিন, রবি বিশ্নই, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, হর্ষল প্যাটেল, অর্শদীপ সিং

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর