বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিরাট কোহলি (Virat Kohli) হয়তো এই মুহূর্তে খুব একটা ভালো ছন্দে নেই। কিন্তু অতীতে তিনি এত অসাধারণ ফর্ম ধারাবাহিকভাবে দেখিয়ে এসেছেন, যে এখন তিনি যে কোনও ম্যাচে সামান্য কিছু রান করলেও নতুন রেকর্ড তৈরি হতে দেরি হয় না। চলতি বর্ডার-গাভাস্কার ট্রফির কথাই ধরা যাক। প্রথম টেস্টে বিরাট কোহলির চূড়ান্ত হতাশ করেছিলেন ব্যাট হাতে। এমনকি ফিল্ডিংয়েও তাকে একেবারেই ছন্দে পাওয়া যায়নি।
দ্বিতীয় অর্থাৎ দিল্লি টেস্টে তিনি ২ ইনিংসেই ভালো ছন্দে ব্যাটিং শুরু করেছিলেন। কিন্তু তিনি ভালো স্টার্টগুলিকে বড় ইনিংসে পরিণত করতে ব্যর্থ হন। তাও তিনি একটি বড় মাইলফলক ছুঁয়ে ফেলেছেন। বিশ্ব ক্রিকেটে ষষ্ঠ এবং ভারতীয় ক্রিকেটে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ২৫,০০০ রানের গণ্ডি অতিক্রম করেছেন।
তার আগে ভারতীয়দের মধ্যে একমাত্র সচিন টেন্ডুলকার এই মাইলফলক বেরোতে পেরেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি এখনও সর্বোচ্চ স্কোরার। বিরাট কোহলি এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ স্কোরারদের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন। তিনি টপকে গিয়েছেন তার বর্তমান কোচ এবং প্রাক্তন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার রাহুল দ্রাবিড়কে।
বিরাট কোহলি আরও একটি বড় কীর্তি গড়েছেন দিল্লি টেস্টে। আন্তর্জাতিক ক্রিকেটে ইনিংসের ভিত্তিতে দ্রুততম ক্রিকেটার হিসেবে তিনি ২৫,০০০ রানের গণ্ডি ছুঁয়েছেন।
আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকা:
১. সচিন টেন্ডুলকার (৩৪,৩৫৭)
২. কুমার সাঙ্গাকারা (২৮,০১৬)
৩. রিকি পন্টিং (২৭,৪৮৩)
৪. মাহেলা জয়াবর্ধনে (২৫,৯৫৭)
৫. জ্যাক ক্যালিস (২৫,৫৩৪)
৬. বিরাট কোহলি (২৫,০১২*)
৭. রাহুল দ্রাবিড় (২৪,২০৮)
বিরাট কোহলি এই তালিকায় একমাত্র ক্রিকেটে যিনি এখনো অবসর নেননি। ভবিষ্যতে যে তিনি আরও বেশ কয়েকজনকে টপকে যেতে পারবেন তাতে কোনও সন্দেহ নেই।