আশা যোগালেন কোহলি, এবারের IPL-এ প্রথম হাফ সেঞ্চুরি করে মন জয় করলেন প্রাক্তন অধিনায়ক

বাংলা হান্ট ডেস্কঃ গুজরাট টাইটান্সের সামনে ১৭১ রানের টার্গেট দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৭০ রান করে ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরের শুরুটা খারাপ হয়েছিল। দ্বিতীয় ওভারে খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক ফাফ ডু প্লেসিস। প্রদীপ সাংওয়ানের বলে উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহার হাতে ক্যাচ দেন তিনি।

এরপর বিরাট কোহলির সঙ্গে রজত পতিদার দ্বিতীয় উইকেটে ৭৪ বলে ৯৯ রানের জুটি গড়েন। বিরাট কোহলি এই মৌসুমের প্রথম এবং তার আইপিএল ক্যারিয়ারের ৪৩তম হাফ সেঞ্চুরি করেন। একই সঙ্গে রজত তার আইপিএল ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরিও করেন। ৩২ বলে ৫২ রান করে আউট হন রজত। তিনটি চার ও দুটি ছয় মারেন তিনি।

এরপর বিরাট কোহলিও ৫৩ বলে ৫৮ রান করে আউট হন। ইনিংসে ছয়টি চার ও একটি ছক্কা হাঁকান প্রাক্তন ভারতীয় অধিনায়ক। কোহলিকে সমর্থন করতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন অনুষ্কা শর্মাও। গ্লেন ম্যাক্সওয়েল ভালো শুরু করলেও সেটাকে বড় ইনিংসে রূপান্তর করতে পারেননি। ম্যাক্সওয়েল ১৮ বলে তিনটি চার ও দুটি ছক্কায় ৩৩ রান করেন।

দীনেশ কার্তিক টানা তৃতীয় ম্যাচে ব্যর্থ হন এবং দুই রান করে আউট হন। মহিপাল লোমরর শেষের দিকে আক্রমণাত্মক ইনিংস খেলে আট বলে দুটি চার ও একটি ছক্কায় ১৬ রান করেন। ইনিংসের শেষ বলে আউট হন লোমর। দুই রানে অপরাজিত থাকেন শাহবাজ আহমেদ। গুজরাটের হয়ে ফাস্ট বোলার প্রদীপ সাংওয়ান নেন দুটি উইকেট। একটি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ শামি, আলজারি জোসেফ, রশিদ খান ও লোকি ফার্গুসন।


Koushik Dutta

সম্পর্কিত খবর