বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। এই আবহেই “এক্স” মাধ্যমে বিরাট কোহলির (Virat Kohli) একটি ১৩ শব্দের পোস্ট ইতিমধ্যেই উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। যেখানে কোহলি লিখেছেন “আপনি যখন হাল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন, তখনই আপনি সত্যিকার অর্থে ব্যর্থ হন।” ইতিমধ্যেই কোহলির এই পোস্ট অনুরাগীদের মধ্যেও যথেষ্ট সাড়া ফেলেছে।
অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছেন কোহলি (Virat Kohli):
“বিরাট” চ্যালেঞ্জ: উল্লেখ্য যে, যাঁরা বিরাটকে (Virat Kohli) খুব কাছ থেকে চেনেন তাঁরা জানেন যে তিনি চ্যালেঞ্জের মধ্যেও সাফল্য পান। বিরাট এবং রোহিত শর্মা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ODI সিরিজের তিনটি ম্যাচে অংশগ্রহণ করবেন। বিরাট সেখানে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে গেছেন। রওনা হওয়ার আগে দিল্লিতে তাঁর হাসিমুখের একটি ছবিও সামনে এসেছে। যা ইঙ্গিত দেয় যে আসন্ন ODI সিরিজটি বেশ জনপ্রিয় হতে চলেছে।
The only time you truly fail, is when you decide to give up.
— Virat Kohli (@imVkohli) October 16, 2025
এদিকে, কোহলির সতীর্থ দীনেশ কার্তিকও বিরাটের (Virat Kohli) পক্ষে খোলাখুলি কথা বলেছেন। ভারতের প্রাক্তন ক্রিকেটার দীনেশ কার্তিক জানান, “বিরাট এই সময় লন্ডনে অনুশীলন করেছেন এবং আমি এটাও জানি যে তিনি সপ্তাহে ২ থেকে ৩ বার ক্রিকেট অনুশীলন করেন।এর স্পষ্ট অর্থ হল কোহলি ২০২৭ সালের ক্রিকেট বিশ্বকাপ খেলার ব্যাপারে সিরিয়াস। আর যদি তিনি দলের সঙ্গে থাকেন, তাহলে কোনও ধরণের উত্তেজনা নেই।”
আরও পড়ুন: বড় দায়িত্ব পেল ভারত! আহমেদাবাদেই হবে ২০৩০ সালের কমনওয়েলথ গেমস, জানালেন জয়শঙ্কর
খেলছেন না কামিন্স: রোহিত এবং কোহলির (Virat Kohli) জল্পনার অবসরের আবহে টিম ইন্ডিয়ার অস্ট্রেলিয়ার এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স চোটের সম্মুখীন হওয়ায় এই সিরিজে অংশ নিচ্ছেন না। কামিন্সের পরিবর্তে দলের অধিনায়ক হবেন মিচেল মার্শ। তবে, সিরিজের আগে কামিন্সের এক বিবৃতি ক্রিকেট বিশ্বে আরেকটি আলোড়ন তুলেছে। কামিন্স বলেন, “বিরাট এবং রোহিত গত ১৫ বছর ধরে প্রায় প্রতিটি ভারতীয় দলের অংশ। তাই অস্ট্রেলিয়ান দর্শকদের এখানে তাদের খেলা দেখার জন্য এটি ‘শেষ সুযোগ’ হতে পারে। তাঁরা (বিরাট এবং রোহিত) স্পষ্টতই ভারতের হয়ে খেলার চ্যাম্পিয়ন এবং তাদের বিশাল ভক্ত ফলোয়িং রয়েছে। আমরা যখনই তাঁদের সঙ্গে খেলি, দর্শকরা প্রচুর হইচই করেন।”
আরও পড়ুন: যাত্রীদের সুবিধার্থে বড় পদক্ষেপ! কোনও চার্জ ছাড়াই রিশিডিউল করা যাবে ট্রেনের টিকিট
এমন পরিস্থিতিতে বিরাটের (Virat Kohli) পাশে দাঁড়িয়ে ভারতের আরেক প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং একটি বড় ঘোষণা করেছেন। তাঁর মতে, অস্ট্রেলিয়ায় এই সিরিজে বিরাট ২ টি সেঞ্চুরি করতে পারেন। তাই, ক্রিকেট বিশ্বের উচিত বিরাটকে তাঁর পুরনো ফর্মে দেখার জন্য প্রস্তুত থাকা। তিনি বলেন “আপনার সিটবেল্ট বেঁধে নিন – অস্ট্রেলিয়ার আবহাওয়া আরও খারাপ হতে চলেছে।”