বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গতকাল লখনৌয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামের মন্থর পিচে লখনৌ সুপার জায়ান্টস (LSG) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) ম্যাচ অত্যন্ত বিরক্তিকর ভাবে এগিয়েছিল। শেষপর্যন্ত অধিনায়ক লোকেশ রাহুলের চোটের কারণে টপ অর্ডারে তার অনুপস্থিতিতে লখনৌকে, আরসিবির কাছে ১৮ রানের ব্যবধানে হার মানতে হয়। কিন্তু এরপর যাবতীয় নজর সকলের ঘুরে যায় বিরাট কোহলি (Virat Kohli) বনাম গৌতম গম্ভীর (Gautam Gambhir) দ্বন্দ্বের দিকে।
এই ঝামেলার সূত্রপাত হয়েছিল ম্যাচ চলাকালীনই। আফগান বোলার নবীন উল হকের সাথে বিরাট কোহলি ম্যাচ চলাকালীন ঝামেলায় জড়িয়ে ছিলেন। ম্যাচ শেষ হওয়ার পরেও সেই ঝামেলা চলতে থাকে। সেই নিয়ে ক্যারিবিয়ান ওপেনার কাইল মেয়ার্স বিরাট কোহলিকে কিছু বোঝাতে গিয়েছিলেন। কিন্তু গৌতম গম্ভীর এগিয়ে গিয়ে তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসেন।
এরপরেই দেখা যায় যে দুজনে দুদিকে এগিয়ে যেতে থাকা কোহলি এবং গম্ভীর আবার হঠাৎ নিজেদের দিকে এগিয়ে আসতে থাকেন। দুই দলের ক্রিকেটেররাই অনেক চেষ্টা করেও তাদেরকে আটকাতে পারেননি। এরপর আরসিবি তারকা ও মেন্টর একে অপরের মুখোমুখি হন এবং তাদের মধ্যে কিছুক্ষণ উত্তপ্ত আলোচনা চলে। এরপর অমিত মিশ্র এবং লোকেশ রাহুল দুজনকে সরিয়ে দেন। তবে দুজনের মুখেই অসন্তুষ্টি ছিল স্পষ্ট।
পরে দেখা যায় ম্যাচ চলাকালীন ঘটা একটি ঘটনা থেকে এই যাবতীয় ঝামেলার সূত্রপাত হয়েছিল। লখনৌয়ের প্রতিটা উইকেট পড়ার পরেই বিরাট কোহলি অত্যন্ত আগ্রাসনের সাথে উদযাপন করছিলেন। সেই সূত্রেই তার সঙ্গে মাঠের মধ্যে কথা কাটাকাটি হয় আফগান পেসার নবীন উল হকের। তখন আরসিবির জয় প্রায় নিশ্চিত হয়ে এসেছে এবং অমিত মিশ্র ও নবীন লখনৌয়ের মান বাঁচানোর জন্য লড়ছেন। এই সময়েই নিজেরে জুতোর দিকে ইঙ্গিত করে বিরাট কোহলি আফগান পেসারকে কিছু মন্তব্য করেন।
তার এই মন্তব্য শুনে রেগে গিয়েছিলেন আফগান পেসার। কিন্তু তখন অমিত মিশ্র এবং ম্যাচ আম্পায়ার এসে কোহলিকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান। ঠিক কি বলেছিলেন বিরাট কোহলি আফগান পেসারকে, সেই সম্পর্কে জানা যায়নি। তবে ম্যাচের শেষে যখন দুই দলের ক্রিকেটাররা একে অপরের সঙ্গে করমর্দন করছিলেন তখনও তাদেরকে কিছু বাদানুবাদে জড়াতে দেখা যায়। যা পরবর্তীকালে বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের মধ্যে হওয়া তর্কাতর্কিটির জন্ম দিয়েছিল।
This is the first video and could be real reason for the fight between Virat Kohli and Gautam Gambhir.
Looks like Kohli said something Naveen Ul Haq & Naveen gave back to Kohli?#LSGvsRCB pic.twitter.com/gHQGyY8SMm
— Farrago Abdullah Parody (@abdullah_0mar) May 1, 2023
এরপর ঠান্ডা মাথার লখনৌ উপার্জনের অধিনায়ক লোকেশ রাহুল বিরাট কোহলির সঙ্গে আলোচনা করার সময় আফগান পেসারকে ডেকে তাদের দুজনের মধ্যে ঝামেলার অবসান ঘটানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তার সেই চেষ্টা ফলপ্রসু হয়নি কারণ নবীন বিরাটের সাথে কথা বলতে অস্বীকার করেন।
এরপর দুজনের ঝামেলা গড়িয়েছে ইনস্টাগ্রাম অবধি। বিরাট কোহলির ভক্তরা নবীন উল হকের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলিতে তাকে তীব্র আক্রমণ করেছেন। বিরাট কোহলি এবং নবীন উল হক, দুজনেই নিজেদের ইনস্টাগ্রাম স্টোরিতে পরোক্ষভাবে সরাসরি কাউকে উদ্দেশ্য না করে কিছু বার্তা দিয়েছেন। বিরাট একটি উক্তির ছবি পোস্ট করেছেন যেখানে লেখা রয়েছে, ‘আমরা যা শুনি তা একটি মতামত, আসল ঘটনা নয়। আমাদের যা দেখানো হয় সেটা একটা দৃষ্টিভঙ্গি, আসল সত্যি নয়।’ আর নবীন উল হক নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘আপনি সেটাই ফেরত পান যে ব্যবহারটা আপনি করেন, এটা এমন ভাবেই চলতে থাকে।’