সচিনের সেঞ্চুরির রেকর্ড এখনও ছুঁতে পারেননি, কিন্তু ম্যাচ উইনার হিসাবে এগিয়ে গিয়েছেন কোহলি

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এইমুহূর্তে অসাধারণ ছন্দে রয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। পরপর পাঁচ ম্যাচ জিতে রীতিমতো টগবগ করে ছুটছে মেন ইন ব্লুজ। আর এমনটা সম্ভব হয়েছে বিরাট কোহলির (Virat Kohli) অসাধারণ পারফরম্যান্সের কারণে। বিশ্বকাপের (2023 ODI World Cup) মঞ্চে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বাংলাদেশের বিরুদ্ধে অসাধারণ ব্যাটিং করে তিনি এখন টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার হওয়ার দৌড়েও এগিয়ে রয়েছেন।

বাংলাদেশের বিরুদ্ধে তিনি অসাধারণ শতরান করেছিলেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধেও পৌঁছে গিয়েছিলেন শতরানের দোরগোড়ায়। কিন্তু মাত্র পাঁচ রানের জন্য এই বিশ্বকাপে নিজের দ্বিতীয় শতরানের সুযোগ হাতছাড়া করেছেন তিনি। যদিও তার ৯৫ রানের ইনিংসটি নিয়ে কারোর কোনও অসন্তুষ্টি নেই।

ভারতীয় দলকে জিতিয়ে ফেরা কোহলি সেদিন শতরান করতে পারলে সেটি তার কাছে এক বিশেষ মাইলফলক হতো। তিনি ছুঁয়ে ফেলতেন কিংবদন্তি সচিন টেন্ডুলকারকে (Sachin Tendulkar)। এইমুহূর্তে বিরাট কোহলির নামের পাশে রয়েছে ৪৮ শতরান। আর একটি শতরান করতে পারলেই তিনি ছুঁয়ে ফেলতে পারতেন সচিন টেন্ডুলকারের ৪৯ শতরানের রেকর্ড।

kohli viveing

তবে সেই রেকর্ড আপাতত না ছুঁতে পারলেও চলতি বিশ্বকাপে তাকে ছুঁয়ে তাকে টপকেও যাবেন বিরাট কোহলি, এমনটা অনেকেরই বিশ্বাস। তবে তার আগেই তিনি ওডিআই ফরমেটে ভারতের জয় সবচেয়ে বেশিবার ৫০ রানের গণ্ডি টপকানোর রেকর্ড গড়ে ফেলেছেন সচিন টেন্ডুলকারকে টপকে।

আরও পড়ুন: বাবরের পাকিস্তানের সেমিফাইনালে ওঠা এখন নির্ভর করছে রোহিতের ভারতের ওপর! জানুন কিভাবে

ভারতের জার্সিতে ওডিআই ফরম্যাটে ম্যাচ জয়ে সবচেয়ে বেশি ৫০ বা তার বেশি রান:

◆ বিরাট কোহলি: ১৩৭*
◆ সচিন টেন্ডুলকার: ১৩৬

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর