বাংলা হান্ট ডেস্ক: টেস্ট ক্রিকেটে এবার ইতিহাস তৈরি করলেন ভারতের কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলি (Virat Kohli)। অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থ টেস্টে সেঞ্চুরি করে স্যার ডন ব্যাডম্যানের রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। পার্থ টেস্টের তৃতীয় দিনে (২৪ নভেম্বর) কোহলি এই কীর্তি গড়েন। জানিয়ে রাখি যে, পার্থ টেস্টে কেরিয়ারের ৩০ তম টেস্ট সেঞ্চুরি করেন কোহলি। এক্ষেত্রে, তিনি স্যার ডন ব্যাডম্যানকেও পেছনে ফেলেছেন। যিনি টেস্টে ২৯ টি সেঞ্চুরি করেছিলেন। কেরিয়ারের ২০২ তম ইনিংসে এই সেঞ্চুরি করেন কোহলি। এদিকে, ৩০ তম টেস্ট সেঞ্চুরি করার পরে, কোহলি এই পরিসংখ্যানে ম্যাথু হেইডেন এবং শিবনারায়ণ চন্দরপলের সমানে চলে এসেছেন।
ইতিহাস গড়লেন কোহলি (Virat Kohli):
৮১ তম আন্তর্জাতিক সেঞ্চুরি করলেন কোহলি: উল্লেখ্য যে, পার্থ টেস্টে দুর্দান্ত ব্যাটিং করেছেন কোহলি (Virat Kohli)। ১৪৩ বলে সেঞ্চুরি করেন তিনি। ১০০ রান করার পরও তিনি অপরাজিত থাকেন। কোহলি সেঞ্চুরি করার সাথে সাথেই ৪৮৭ রানে ভারতের ইনিংস ডিক্লেয়ার করা হয়। এমতাবস্থায়, পার্থ টেস্টে অস্ট্রেলিয়ার সামনে ৫৩৪ রানের টার্গেট দিয়েছে ভারতীয় দল। এদিকে, তৃতীয় দিনের খেলা শেষে ৪.২ ওভারে ১২ রান করে ৩ উইকেট হারিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া।
জানিয়ে রাখি যে, এটি ছিল কোহলির (Virat Kohli) আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ৮১ তম সেঞ্চুরি। সবচেয়ে বেশি আন্তর্জাতিক সেঞ্চুরির নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছেন কোহলি। এক্ষেত্রে শীর্ষে রয়েছেন সচিন তেন্ডুলকার (১০০ টি সেঞ্চুরি)। পার্থ টেস্টে ১৪৩ বলে অপরাজিত ১০০ রান করা কোহলি এই ইনিংসে মারেন ২ টি ছক্কা ও ৮ টি চার।
সক্রিয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি আন্তর্জাতিক সেঞ্চুরি:
বিরাট কোহলি- ৮১
জো রুট- ৫১
রোহিত শর্মা- ৪৮
Hello Australia
KING KOHLI has brought up his 7th Test century on Aussie soil and second at the Perth Stadium. A classic knock from the champion batter
Live – https://t.co/gTqS3UPruo… #AUSvIND | @imVkohli pic.twitter.com/QHMm7vrhcw
— BCCI (@BCCI) November 24, 2024
উল্লেখ্য যে, ভারতীয় দল প্রথম ইনিংসে ১৫০ রান করেছিল। এরপর অস্ট্রেলিয়াকে ১০৪ রানে অলআউট করে প্রথম ইনিংসে ৪৬ রানের লিড নেয় ভারতীয় দল। এরপর দ্বিতীয় ইনিংসে ৪৮৭ রান করে টিম ইন্ডিয়া। এভাবে অস্ট্রেলিয়ার সামনে ৫৩৪ রানের টার্গেট ছিল।
আরও পড়ুন: ১ দিনে ৬৪ কোটি ভোট গণনা! ভারতের নির্বাচন প্রক্রিয়ার ভূয়সী প্রশংসা মাস্কের, করলেন আমেরিকার সমালোচনা
পার্থ টেস্টে ভারতীয় দল: কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, দেবদত্ত পাডিকল, বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেট-রক্ষক), ধ্রুব জুরেল, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা, জসপ্রীত বুমরাহ (অধিনায়ক) এবং মোহাম্মদ সিরাজ।
আরও পড়ুন: আর নয় ছাড়! সময় মাত্র ২১ দিন, চরম সঙ্কটের সম্মুখীন গৌতম আদানি ও তাঁর ভাইপো
অস্ট্রেলিয়ান দল: উসমান খাজা, নাথান ম্যাকসুইনি, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেট-রক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লিয়ন এবং জশ হ্যাজেলউড।