গতকাল ৭১তম শতরান করে সচিনের এই বৃহৎ রেকর্ডটি ভেঙ্গে দিলেন বিরাট কোহলি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: দীর্ঘদিনের অপেক্ষা কাটিয়ে অবশেষে ফর্মে ফিরেছেন বিরাট কোহলি। এশিয়া কাপের হংকং এবং পাকিস্তান ম্যাচে তিনি অর্ধশতরান করেছিলেন।কিন্তু তাতেও চেন সন্তুষ্ট হচ্ছিলোনা সমালোচকরা। তাদের সমালোচনা অব্যাহত ছিল। শ্রীলংকার বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে শূন্য রানে আউট হওয়া সেই সমালোচনার আগুনে ঘৃতাহুতি দিয়েছিল। অফিসে সাময়িকভাবে সমালোচকদের মুখ বন্ধ করতে পেরেছেন বিরাট কোহলি।

রোহিত শর্মার অবর্তমানে লোকেশ রাহুলের নেতৃত্বে ভারতীয় দল যখন প্রথমে ব্যাট করতে নামে তখন রাহুলের সঙ্গে ওপেন করতে নামেন বিরাট কোহলি। ম্যাচের গুরুত্ব ছিল না কোনরকম। আই শুরু থেকেই ঠান্ডা মাথায় এবং নিজস্ব ছন্দে ব্যাটিং করছিলেন বিরাট। অর্ধশত রান করার পর থেকেই লোকের মনে আশঙ্কা উঁকিঝুঁকি দিচ্ছিল। তাদের আশঙ্কাকে সত্যি করার দিকে ক্রমশ এগোচ্ছিলেন বিরাট। ৫১ বলে ৯০ এই অবস্থা থেকে পরপর একটি চার এবং একটি ছয় মেরে শতরান সম্পূর্ণ করেন এবং তারপর ১২২ রানে অপরাজিত থাকেন কোহলি। সেই সঙ্গে আন্তর্জাতিক মঞ্চে সবচেয়ে বেশি সেঞ্চুরির নিরীখে তিনি পন্টিংকে ছুঁয়ে ফেলেছেন। সচিন টেন্ডুলকারের রেকর্ড ভাঙতে এখনো অনেকটাই পরিশ্রম করতে হবে বিরাট কোহলিকে। কিন্তু কাল সচিনের একটি বড় কীর্তিকে ছাপিয়ে গেছেন বিরাট।

kohli 71st

পরিসংখ্যান বলছে বিরাট কোহলি নিজের ক্যারিয়ারের ৫২২ তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে নিচের ৭১ তম শতরান করেছেন। এর আগে দ্রুততম ৭১তম শতরান করার রেকর্ড ছিল সচিন টেন্ডুলকারের নামে। সচিন সময় নিয়েছিলেন ৫২৩ টি আন্তর্জাতিক ম্যাচ। সুতরাং হিসেব মতো বিরাট কোহলি একটুর জন্য ছাপিয়ে যেতে পেরেছেন মাস্টার ব্লাস্টারকে। তবে আরও ২৯ টি শতরান করতে গিয়ে বিরাটি কাছে আরো অনেক পরিশ্রম করতে হবে তাতে কোন সন্দেহ নেই। রেকর্ডের পাশাপাশি বিরাট কোহলি গতকাল আরো তিনটি রেকর্ড গড়েছেন। আসুন সেগুলো দেখে নেওয়া যাক-

• আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ শতরানকারী হিসেবে রিকি পন্টিংকে ধরে ফেলেছেন বিরাট কোহলি। এটি ছিল তার ৭১ তম শতরান। সামনে এখন শুধু রয়েছেন মাস্টারব্লাস্টার, ভারতীয় কিংবদন্তি সচিন টেন্ডুলকার। তাকে ছুঁতে গেলে এখনও ২৯ টি শতরান করতে হবে বিরাট কোহলিকে।

• চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে তিনটি ফরম্যাটেই শতরান করার রেকর্ড করে ফেলেছেন কিং কোহলি। ষষ্ঠ ভারতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি শতরানের মুখ দেখেছেন বিরাট। তার আগে তিনটে ফরমেটে শতরান করা ভারতীয় ক্রিকেটাররা হলেন লোকেশ রাহুল, রোহিত শর্মা এবং সুরেশ রায়না।

• দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে ৩৫০০ রান করার রেকর্ড করে ফেলেছেন বিরাট। তার আগে রয়েছেন শুধুমাত্র ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তিনিও চলতি এশিয়া কাপেই ৩৫০০ রানের গন্ডি অতিক্রম করেছিলেন। এই মুহূর্তে টি-টোয়েন্টি ফরম্যাটে তার মোট জনসংখ্যা ৩৫৮৪। তার আগে থাকা রোহিতের মোট রানসংখ্যা ৩৬২০। টি-টোয়েন্টিতে রোহিতের সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসকে (১১৮) টপকে গিয়েছেন বিরাট।

ad

Reetabrata Deb

সম্পর্কিত খবর