দুর্দান্ত ফর্মে ভর করে সচিনের এই বিরাট রেকর্ডটি টপকে গেলেন কোহলি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: মাঝের এক-দুই বছর অফ ফর্মে কাটানোর পর আবার নিজের পরিচিত ছন্দে ফিরেছেন বিরাট কোহলি। গত আগস্ট মাসে এশিয়া কাপ থেকে শুরু করে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ, টি-টোয়েন্টি ফরমেটে একের পর এক স্মরণীয় ইনিংস খেলে চলেছেন বিরাট। এশিয়া কাপে তিনি দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ করেছিলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপেও তিনি সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়া দৌড়ে রয়েছেন।

ইতিমধ্যেই চলতে বিশ্বকাপে তিনি দুটি বড় রেকর্ড করে ফেলেছেন। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে উঠেছেন বিরাট কোহলি। পেছনে ফেলে দিয়েছেন তারই দলের অধিনায়ক রোহিত শর্মাকে। এইমুহূর্তে হিটম্যানের অফ ফর্ম চলছে। আর বিরাট কোহলি রয়েছেন অভাবনীয় ছন্দে। প্রতিটা ম্যাচে তাদের রানসংখ্যার মধ্যে ব্যবধান এত বেড়ে যাচ্ছে যে এখন একপ্রকার নিশ্চিত হয়েই বলা যায় যে দুজনের কেরিয়ারের শেষে টি-টোয়েন্টি ফরম্যাটেও রোহিত শর্মার থেকে রান সংখ্যার দিক দিয়ে বেশ কিছুটা এগিয়ে থাকবেন বিরাট।

সেইসঙ্গে বিরাট কোহলি এখন টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে উঠেছেন। পেছনে ফেলে দিয়েছেন শ্রীলঙ্কান কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনেকে। প্রাক্তন শ্রীলঙ্কান অধিনায়ক ৩৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১০১৬ রান করে এই প্রতিযোগিতার সর্বোচ্চ রান সংগ্রহক ছিলেন। তার চেয়ে ৯টি ইনিংস কম খেলেই বিরাট কোহলি তাকে টপকে গিয়েছেন।

kohli laughing

এবার বিরাট কোহলি একটি বিষয় রেকর্ড করে সচিন টেন্ডুলকারকেও পেছনে ফেলে দিয়েছেন। তখনই জানেন যে সচিন হোক বা বিরাট প্রতিপক্ষ হিসেবে দুজনেই অস্ট্রেলিয়া কে খুবই পছন্দ করতেন এবং অস্ট্রেলিয়ার মাটিতে দুজনেরই একাধিক স্মরণীয় ইনিংস আছে। এই তরফ থেকেই এখন মাস্টার ব্লাস্টারকে টপকে গিয়েছেন বিরাট।

সব রকমের ফরম্যাট মিলিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে সচিনের রান সংখ্যা ৩৩০০। চলতি বিশ্বকাপে ভারতের চতুর্থ ম্যাচের পর এখন সচিনের এই মোট রান সংখ্যাকে টপকে গিয়েছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট। এইমুহূর্তে সিনিয়র মাটিতে বিরাটের মোট রান সংখ্যা ৩৩৫০।


Reetabrata Deb

সম্পর্কিত খবর