বাংলা হান্ট নিউজ ডেস্ক: এই মুহূর্তে প্রতিবেদনটি লেখার সময় ইংল্যান্ড দল ভারতের গড়া ১৬৮ রানের টার্গেট চেজ করছে। কিন্তু সেই রান তারা করতে গিয়ে অবস্থা খুবই খারাপ ভারতীয় দলের। মাত্র ১১ ওভারের মধ্যেই রান ১০৮ তুলে ফেলেছেন বাটলাররা।
আজ ভারতীয় দল হয়তো ম্যাচ জিততে পারবে না কিন্তু প্রাক্তন ভারতীয় অধিনায়ক দুটি কীর্তি গড়েছেন যা উল্লেখ না করলে অন্যায় করা হবে। এখানে বলা হচ্ছে বিরাট কোহলির কথা। আজ টি-টোয়েন্টি ফরম্যাটে প্রথম ক্রিকেটার হিসেবে তিনি ৪০০০ রানের গন্ডি অতিক্রম করেছেন। আজ নিজের ব্যক্তিগত ইনিংসে ৪২ রান করা মাত্র তিনি এই মাইল ফলক ছুঁয়ে ফেলেছেন। ম্যাচে তিনি আউট হয়েছেন ৪০ বলে ৫০ রান করে।
এরপর বিরাট কোহলি আজ আরও একটি বড় মাইলফলক ছুঁয়েছেন। আজ ব্যক্তিগত ৩১ রান করা মাত্র তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বোচ্চ রান করা ক্রিকেটার হয়ে গিয়েছেন। নিঃসন্দেহে এই অর্জনের গুরুত্ব অপরিসীম কিন্তু শেষ পর্যন্ত ভারতকে হয়তো ট্রফি জিতানোর জন্য সেটা যথেষ্ট হলো না।
সেই সঙ্গে বিরাট কোহলি আজ আরো একটি বিশেষ মাইলফলক ছুঁয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে তিনি ১০০টি চার মারার রেকর্ডও করেছেন। কিন্তু বিরাট কোহলি নিজেও অনেক বেশি হয়তো খুশি হতেন এই রেকর্ডগুলি তার দলকে একটি বিশ্বকাপ এনে দিতে পারলে যা হয়তো আর সম্ভবই নয়।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ২৯৫ রান করে ফেলেছেন বিরাট কোহলি। আজ যখন তিনি ক্রিস জর্ডনের শিকার হয়ে আউট হন তখন তার সঙ্গে একটি এমন ব্যাপার ঘটে যা আগে কোনদিনও ঘটেনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট পর্যায়ে প্রথমবার বিরাট কোহলি আউট হয়েছে না আজ কোনও বোলারের হাতে।