কেরিয়ারের শেষ ম্যাচ খেলে কাঁদছেন ফেডেরার! পাশে ছলছল চোখে বসে নাদাল, ছবি শেয়ার করে আবেগঘন টুইট কোহলির

বাংলা হান্ট নিউজ ডেস্ক: অবশেষে কাল রাতে এলো সেই বিশেষ মুহূর্ত। চিরতরে টেনিসকে বিদায় জানালেন কিংবদন্তি রজার ফেডেরার। গতকাল রাতে টিম ইউরোপের হয়ে নিজের চিরপ্রতিদ্বন্দ্বী এবং কোর্টের বাইরে অত্যন্ত ভালো বন্ধু রাফায়েল নাদালের সঙ্গে জুটি বেঁধে নিজের শেষ ম্যাচে ডাবলস খেলতে নেমেছিলেন ফেদেরার। তাদের প্রতিপক্ষ ছিল ফ্রান্সিস টিয়াফো এবং জ্যাক সক। অনামী প্রতিদ্বন্দ্বীদের কাছে নামি জুটি হারলো ৬-৪, ৬-৭ (২-৭), ৯-১১ ফলে। ফলে লন্ডনের মাটিতে লেভার কাপে হাড়ের মধ্যে দিয়েই নিজের বর্ণময় কেরিয়ারের ইতি টানলেন সুইস তারকা।

কাল ম্যাচ শেষের পর অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন রজার ফেদেরার। টিম ইউরোপের সকলকে এবং পরে বিপক্ষ দলের সকলকে আলিঙ্গন করে তারপর চেয়ারে বসে কান্নায় ভেঙে পড়েন তিনি। তাকে ভেঙ্গে পড়তে দেখে তার পাশে বসেই তার চিরপ্রতিদ্বন্দ্বী নাদালও চোখের জল আটকে রাখতে পারেননি। ওই মুহূর্তের ছবি এবং ভিডিও কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

কাল কারোরই ফেডেরার এবং নাদাল জুটির হারা নিয়ে কোনওরকম আক্ষেপ ছিল না। আক্ষেপ ছিল এটাই যে আর কোনওদিনও সর্বকালের অন্যতম সেরা টেনিস খেলোয়াড় কোর্টে নিজের জাদু দেখাতে দেখা যাবে না সেই বিষয়ের। যদিও ফেডেরার জানিয়েছেন যে তিনি শুধুমাত্র প্রতিযোগিতামূলক টেনিস খেলবেন না, টেনিসের কোর্টে আবার তাকে হয়তো দেখা যাবে কিন্তু তাতেও যেন মন মানছে না টেনিস প্রেমীদের।

ফেদেরারের কান্না এবং পাশে বসে নাদালের ছলছল চোখ নিয়ে তাকিয়ে থাকার এই বিশেষ মুহূর্তের ছবি নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। দুই তারকা টেনিস খেলোয়াড় এর মধ্যে সম্পর্ক কতটা মধুর সেই কথাও লিখেছেন বিরাট। দুই কিংবদন্তিকে নিয়ে করা কোহলির টুইটও মুহূর্তেই ভাইরাল হয়।

বিরাট লিখেছেন, “কে ভাবতে পেরেছিল যে আপনার চিরপ্রতিদ্বন্দ্বী সম্পর্কেও আপনার মনে এতটা আবেগ থাকতে পারে এটাই হলো খেলাধুলোর সৌন্দর্য। আমার কাছে এটি খেলাধুলোর সঙ্গে জড়িত সবচেয়ে সুন্দর মুহূর্তের ছবি। দুজনের জন্য অনেক অনেক শ্রদ্ধা।”

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর