বাংলা হান্ট নিউজ ডেস্ক: সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানের কাবুলে একটি ড্রোন হামলা করে। ওই হামলায় আল কায়েদা প্রধান আয়মান আল জাওয়াহিরিকে হত্যা করা হয়। এই ঘটনার ঠিক দুই দিন আগে তালেবান নেতা সিরাজুদ্দিন হাক্কানি ভারতের একটি সংবাদমাধ্যমের সাথে সাক্ষাৎকারে আফগানিস্তান ও ভারতের মধ্যে ক্রিকেট সম্পর্কিত বিষয়ে নিজের মত জানিয়েছিলেন।
তালেবান নেতা আফগান ক্রিকেট লিগে অংশগ্রহণ করার জন্য ভারতীয় বিরাট কোহলি, রোহিত শর্মাদের আমন্ত্রণ জানিয়েছিলেন। হাক্কানি মন্তব্য করেন, “এখানে আফগান তরুণরা, বিশেষ করে কিশোর-কিশোরীরা ক্রিকেট খেলাটিকে পছন্দ করে। নানান সমস্যার মধ্যে দিয়ে আফগান জনগণ ফের ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। ক্রিকেট এই ক্ষেত্রে সহায়ক হতে পারে। সেই কারণেই আমরা দেশের মাটিতে এই খেলা শুরু করতে চাই কারণ এখান থেকে দেশের উপকার হতে পারে। আফগানিস্তানের তরুণ ক্রিকেটাররা আফগান লিগে অংশগ্রহনকারী ভারতীয় ক্রিকেটারদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে।”
তালেবান সরকারের ভারতীয় ক্রিকেটারদের তাদের দেশে খেলতে আমন্ত্রণ জানানোর পর থেকে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা সোশ্যাল মিডিয়ায় নানানরকম জল্পনা শুরু করেছেন। কেউ কেউ বলছেন যে পছন্দমতো সিদ্ধান্ত না হলে মাঠে উপস্থিত আম্পায়ারকে স্টেডিয়ামের ভেতরেই বোমার শিকার হতে হবে, আবার কেউ বলছেন ভারতের কোনও ক্রিকেটার জোরে বোলিং করলে উত্তেজিত হয়ে স্টেডিয়াম থেকেও বোমাবর্ষণ করা হবে।
প্রসঙ্গত কিছুদিন আগে আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি স্টেডিয়ামে আফগান লিগের খেলা চলছিল। তখন কাবুল আন্তর্জাতিক স্টেডিয়ামে একটি আত্মঘাতী বিস্ফোরণ ঘটে। গ্যালারি থেকে প্রাণভয়ে ছুটে আফগান দর্শকরা পালিয়ে যাচ্ছেন এমন ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এমন পরিস্থিতি যে দেশে সেই দেশে যে বিরাট বা রোহিত খেলতে যাবেন না তা বলাই বাহুল্য।