বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ থেকে ভারতীয় দলের (Indian Cricket Team) বিশ্বকাপ (2023 ODI World Cup) অভিযান আরম্ভ হয়েছে। প্রথম ম্যাচে চেন্নাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নেমেছে তারা। এটি বিরাট কোহলির (Virat Kohli) চতুর্থ বিশ্বকাপ। রোহিত শর্মা (Rohit Sharma) ২০০৭ সালে প্রথমবার টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্বকাপে মাঠে নামল এটি তার তৃতীয় ওডিআই বিশ্বকাপ। কিন্তু তাও তাদের মধ্যে আবেগ যে একইরকম ভাবে বজায় রয়েছে তা স্পষ্ট বোঝা গেল।
জাতীয় সঙ্গীত চলার সময় দুই তারকা ক্রিকেটার এদিন আবেগে ভেসে চোখ ভেজালেন। দুজনেই সম্ভবত নিজেদের শেষ ওডিআই বিশ্বকাপ খেলতে নেমেছেন। এত স্মৃতি, এত অভিজ্ঞতা সমস্ত কিছুই আর কয়েক বছর পরে অতীত হয়ে যাবে এবং তারাও পরিণত হবেন প্রাক্তন ক্রিকেটারে, এই চিন্তাই সম্ভবত তাদের মাথায় ঘুরছিল তখন। তাদের পাশাপাশি ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার চোখের পাতাও ভিজে উঠতে দেখা গিয়েছিল।
Instant Goosebumps 🔥! National Anthem ❤️🤗! #INDvsAUS #CWC23 #CWC2023 #TeamIndia #India #IndianCricketTeam #ViratKohli #Rohith pic.twitter.com/qD8SniAQk4
— R Praveen (@PraviJanasena) October 8, 2023
যদিও মাঠে নামতেই ঠিক একইরকম সিরিয়াস ও মাঝে মাঝে ভাল সময় চলাকালীন চাপমুক্ত ভাবে ইয়ার্কি ঠাট্টা করার স্বভাবে ফিরে এলেন দুজনেই। অসাধারণ ফিল্ডিং করলেন, দলকে সঠিক পথে নেতৃত্ব দিলেন, অস্ট্রেলিয়াকে কোণঠাসা করে প্রমাণ করলেন যে টস খুব একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে না যদি ভারতীয় ক্রিকেটাররা নিজেদের সেরা ছন্দে থাকেন।
এদিন চেন্নাইয়ের স্পিন সহায়ক উইকেটে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া। রোহিত শর্মা নিজে টসে জিতলে হয়তো তিনিও একই সিদ্ধান্ত নিতেন। কিন্তু ভারতীয় স্পিনাররা অস্ট্রেলিয়ার ব্যাটিংকে নাকানি-চোবানি খাইয়ে দিলেন।
আরও পড়ুন: উত্তপ্ত আবহাওয়া, আগুন ঝড়ালো সূর্য! নিজেদের পাতা ফাঁদে জড়িয়ে রোহিতদের সুবিধা করে দিলো অজিরা
ভারতীয় দল এশিয়া কাপে খুব একটা ভালো ফিল্ডিং করতে পারেনি। সেই টুর্নামেন্ট জিতলেও এই সমস্যাটি নিয়ে রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি প্রত্যেকেই মন্তব্য করেছিলেন। কিন্তু বিশ্বকাপের প্রথম ম্যাচে কাদের দেখে মনে হয়েছে ভুল থেকে শিক্ষা নিয়েছে ভারতীয় দলের ক্রিকেটাররা। রোহিত এবং বিরাট এর মত সিনিয়র ক্রিকেটাররাও ফিল্ডিংয়ে নিজেদের সবটা দিচ্ছেন। সবমিলিয়ে ভারতের প্রথম ইনিংসের পারফরম্যান্স বেশ ইতিবাচক।