৩ বছরের অপেক্ষার অবসান! ODI ফরম্যাটে শতরান করে রিকি পন্টিংকে টপকে গেলেন কোহলি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: অবশেষে চট্টগ্রামের মাটিতে এলো সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। নিয়মরক্ষার ম্যাচে ঈশান কিষান দ্বিশতরান করে সকলের নজর আগেই কেড়েছিলেন। এবার চলতি বছরে নিজের প্রথম ওডিআই শতরান এবং কেরিয়ারের ৭২ তম আন্তর্জাতিক শতরান করে সকলকে মুগ্ধ করলেন বিরাট কোহলি। মূলত তাদের দুজনের পারফরম্যান্স এর উপর ভর করেই ৪০০ রানের গণ্ডি অতিক্রম করতে পেরেছে ভারতীয় দল।

kishan kohli

   

ঈশান ১৩১ বলে ২০০ রান করে আজকের ম্যাচে নায়ক হয়ে গিয়েছেন। কিন্তু কোহলির ওপর থেকেও নজর সরিয়ে রাখা সম্ভব নয়। ৮৫ বলে নিজের শতরান সম্পূর্ণ করেছিলেন বিরাট। শেষ পর্যন্ত ৯১ বলে ১১৩ রান করে সাকিব আল হাসানের শিকার হন তিনি। ১১ টি চারের পাশাপাশি মেরেছেন ২ টি ছক্কাও।

এটি ছিল বিরাট কোহলির ৪৪ তম ওডিআই শতরান। আর মাত্র পাঁচটি শতরান করতে পারলেই এই ফরম্যাটে সচিন টেন্ডুলকারের ৪৯ টি শতরানের রেকর্ড ধরে ফেলবেন বিরাট। তিন বছরেরও বেশি সময় পর এই ফরম্যাটে শতরান পেয়েছেন বিরাট।

কেরিয়ারের ৭২ তম আন্তর্জাতিক শতরান করে রিকি পন্টিংকে সর্বোচ্চ শতরানের নিরিখে পেছনে ফেলে দিয়েছেন বিরাট কোহলি। এখানেও তার সামনে শুধুমাত্র ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকার। তবে নিজের শত রানের চেয়েও ঈশান কিষান যখন দ্বিশতরান সম্পন্ন করেন তখন বেশি উত্তেজিত দেখিয়েছে বিরাট কোহলিকে। নৃত্য করে তিনি তার দ্বিশতারানটি উদযাপন করেছেন।

তারা দুজন আউট হওয়ার পর শুধুমাত্র দুই অঙ্কের রানে পৌঁছতে পেরেছিলেন ওয়াশিংটন সুন্দর (৩৭) ও অক্ষর প্যাটেল (২০)। সেটাই যথেষ্ট ছিল ভারতকে ৪০৯ রান অবধি পৌঁছে দেওয়ার।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর