করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশজুড়ে এই মুহূর্তে তৃতীয় দফায় লকডাউন চলছে। সেই লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে আগামী 17 ই মে। তবে এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঙ্গিত দিয়ে রেখেছেন দেশজুড়ে চতুর্থ দফায় লকডাউনের। তবে 18 ই মে থেকে দেশজুড়ে চতুর্থ দফায় লকডাউন শুরু হলে সেক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে নিয়ম শিথিল করতে পারে কেন্দ্র সরকার। এই প্রেক্ষাপটে নির্ভর করে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছেন অনুমতি পেলে এবার ভারতীয় ক্রিকেট দল তাদের আউটডোর অনুশীলন শুরু করতে পারে।
তবে বিসিসিআই এর তরফে জানিয়ে দেওয়া হয়েছে এমন পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট দলের সমস্ত ক্রিকেটাররা একসাথে অনুশীলন করবেন না। এছাড়াও বিসিসিআই এর তরফে জানানো হয়েছে ক্রিকেটাররা নিজেদের ফিট রাখার জন্য ইতিমধ্যেই নিজস্ব ঘরে ফিটনেস অনুশীলন শুরু করে দিয়েছেন সকলে।
এই মুহূর্তে কর্নাটকে দেশের অন্যান্য রাজ্যের তুলনায় করোনা ভাইরাস সংক্রমণ কম। সেই কারণে 18 ই মে কেন্দ্র লকডাউনের নিয়ম কিছুটা শিথিল করলে ভারতীয় দল কর্নাটকের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে অনুশীলন করতে পারে। তবে ভারতীয় ক্রিকেট দল অনুশীলন করলেও অনুশীলন করতে পারবেন না ভারত অধিনায়ক বিরাট কোহলি, রোহিত শর্মা এবং আজিঙ্কা রাহানে। কারণ এই তিনজন এই মুহূর্তে মুম্বাইয়ে রয়েছেন। আর মুম্বাইয়ের করোনা সংক্রমণ দেশের অন্যান্য রাজ্যের থেকে অনেক গুণ বেশি। সেই কারণে ভারতীয় দল অনুশীলন করলেও এই তিনজন এখনই অনুশীলনে নামতে পারবেন না।