করোনার বিরুদ্ধে সামনে থেকে লড়াই করার জন্য মহারাষ্ট্র পুলিশকে কুর্নিশ জানালেন বিরাট-শচীন।

ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে মহারাষ্ট্র রাজ্যে। এই মুহূর্তে মহারাষ্ট্রে আগুনের গোলার মতো ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। মহারাষ্ট্রে দিনের পর দিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এমনকি রোজ বাড়ছে মৃতের সংখ্যাও। এমন কঠিন পরিস্থিতিতে ডাক্তার, নার্স, স্বাস্থ্য কর্মীদের পাশাপাশি করোনার বিরুদ্ধে সামনে থেকে লড়াই করে চলেছেন মহারাষ্ট্র পুলিশকর্মীরা। আর তাই করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য মহারাষ্ট্র পুলিশকে কুর্নিশ জানালেন ভারতীয় ক্রিকেটের দুই প্রজন্মের দুই সেরা তারকা শচীন টেন্ডুলকার এবং বিরাট কোহলি।

কোন প্রকার বিশ্রাম ছাড়াই পরিবারের কথা ভুলে গিয়ে এই মুহূর্তে দিন রাত করোনার বিরুদ্ধে লড়াই করে চলেছেন পুলিশকর্মীরা। আর সেই কারণে তাদের কুর্নিশ জানালেন শচীন টেন্ডুলকার এবং বিরাট কোহলি। এমনকি পুলিশ কর্মীদের কুর্নিশ জানিয়ে নিজেদের টুইটারের প্রোফাইল পিকচার বদলে ফেলেছেন এই দুই তারকা ক্রিকেটার। দুজনেই নিজেদের প্রোফাইলে মহারাষ্ট্র পুলিশের লোগো ব্যবহার করেছেন।

IMG 20200512 092521

বিরাট কোহলি টুইট করে লিখেছেন অতীতেও দেখা গিয়েছে সাধারণ মানুষের সাহায্যের জন্য এগিয়ে এসেছে মহারাষ্ট্র পুলিশ। আর এখনও তারা করোনার বিরুদ্ধে লড়াই করে চলেছেন। সেই কারণে তাদেরকে কুর্নিশ জানিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকার।


Udayan Biswas

সম্পর্কিত খবর