বাংলা হান্ট নিউজ ডেস্কঃ মাঝে আর মাত্র কয়েকটা দিন। তারপরই ভারতের মাটিতে আরম্ভ হবে ওডিআই বিশ্বকাপ (2023 ODI World Cup)। ভারতীয় দল (Indian Cricket Team) সম্প্রতি ওডিআই ফরম্যাটে দুর্দান্ত ছন্দে রয়েছে। এশিয়া কাপ এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia) সিরিজ জয়ের পর তাদের আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে। কিন্তু বিশ্বকাপে লড়াই একেবারে সহজ হবে না। তাই এই হাইভোল্টেজ টুর্নামেন্ট আরম্ভ হওয়ার আগে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (BCCI) একটা গুরুত্বপূর্ণ পরামর্শ দিল প্রাক্তন ভারতীয় বীরেন্দ্র সেওবাগ (Virender Sehwag)।
প্রাক্তন ভারতীয় ওপেনার বরাবরই স্পষ্টবাদী। তার মনে যা আসে সেটা মুখে প্রকাশ করতে ভয় পান না তিনি। এইজন্য বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের অপছন্দের কারণও হয়েছেন। কিন্তু এবারও ভারতীয় দলের স্বার্থে একটি বড় সিদ্ধান্তের ব্যাপারে টিম মানেজমেন্টকে ভেবে দেখার অনুরোধ জানিয়েছেন তিনি।
এশিয়া কাপ এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ মিলিয়ে ভারতের মিডল অর্ডার যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছে। বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, শ্রেয়স আইয়ার, ঈশান কিষাণ, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব প্রত্যেকেই রান পেয়েছেন কোনও না কোনও ম্যাচে। কিন্তু তাও সেওবাগ মনে করেন যে স্কাইয়ের এই ভারতীয় দলে জায়গা হওয়া উচিত নয়।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম দুটি ম্যাচে ব্যাট হাতে অর্ধশতরান করেছেন সূর্যকুমার। রীতিমতো দাপটের সঙ্গে ব্যাটিং করেছেন তিনি। কিন্তু অস্ট্রেলিয়ার প্রধান বোলিং আক্রমণের সদস্যরা তৃতীয় ম্যাচে ফিরতে তিনি ফের ফ্লপ হয়েছেন। গোটা ব্যাপারটার দিকে নজর রেখে সেওবাগ তাই তার বিরুদ্ধে মত দিয়েছেন।
আরও পড়ুন: এমন হলে বিশ্বকাপ জয় কঠিন হয়ে যাবে! BCCI-কে সতর্ক করলেন প্রাক্তন কোচ রবি শাস্ত্রী
প্রাক্তন ভারতীয় ওপেনার স্কাই-এর প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেছেন, “ও এখনো এই ফরম্যাটে নিজেকে প্রমাণ করেনি। ওই দুটো ম্যাচে যা করেছে সেটা হার্দিক পান্ডিয়া বা লোকেশ রাহুলও করতে পারে। যদি প্রস্তুতি ম্যাচগুলিতে ও বিরাট শত রান না করে তাহলে আমার মতে ওকে দলে রাখা কোনভাবেই উচিত না এবং সেই নিয়ে কারোর মাথাব্যথাও থাকা উচিত না।”