সৌরভকে বাদ দেওয়ার পর এই কাজটা বেশি করে করতেন চ্যাপেল! বড় তথ্য ফাঁস সেওবাগের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় ক্রিকেটে (Indian Cricket) গ্রেগ চ্যাপেল (Greg Chappell) অধ্যায় চিরকালের জন্য ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে থেকে যাবে। ভারতীয় দল (Team India) বিশ্বকাপে নিজেদের সবচেয়ে খারাপ পারফরম্যান্সটা করেছিল তার কোচিংয়েই। ২০০৭ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ভারতীয় দল শ্রীলঙ্কা এবং বাংলাদেশের বিরুদ্ধে হেরে ছিটকে গিয়েছিল। রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) নেতৃত্বাধীন সেই বিশ্বকাপে ভারতীয় দলের পারফরম‍্যান্স এতটাই খারাপ ছিল যে দেশে ফেরার পর বড় বিক্ষোভের মুখোমুখি পড়তে হয়েছিল ভারতীয় ক্রিকেটারদের।

এছাড়াও ভারতীয় ক্রিকেটের চ্যাপেল অধ্যায় চলাকালীন সবচেয়ে বিতর্কিত ঘটনা ঘটেছিল সেটি হল সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) ভারতীয় দল থেকে বাদ পড়া। একসময় যে ভারত অধিনায়ক নিজের জেনে ভর করে চ্যাপেলকে কোচ করে এনেছিলো, সেই সৌরভকেই ভারতীয় দল থেকে ছেঁটে ফেলতে দু’বার ভাবেননি তিনি। এবার সম্প্রতি একটি আলোচনা সভায় সেই সময়কার কিছু গুরুত্বপূর্ণ তথ্য সকলের সামনে এনেছেন বীরেন্দ্র সেওবাগ (Virender Sehwag)।

   

sehwag pc

সম্প্রতি আইপিএল সংক্রান্ত একটি আলোচনা সভায় উপস্থিত ছিলেন সেওবাগ, সৌরভ, ইরফান পাঠান এবং হরভজন সিং। সেই আলোচনা সভায় সেওবাগ মন্তব্য করেন, “যখন গ্রেট চাপেল আমাদের কোচ হয়ে আসেন তখন আমাদের টিম মিটিংয়ের সময় অত্যন্ত বেড়ে গিয়েছিল। দাদাকে তিনি যখন অধিনায়কত্ব থেকে সরিয়ে দেন তখন সেই মিটিংয়ের পরিমাণ আরও বৃদ্ধি পায়।”

এই ব্যাপারে সৌরভকে প্রশ্ন করা হলে তিনি সেটি এড়িয়ে গেছেন। মহারাজ বলেছেন, “সেই সময় কি হতো ভারতীয় দলে, তা আমি জানি না। কারন আমি ভারতীয় দলের অন্তরে ছিলাম না।” তবে সকলেই জানেন প্রায় দেড় বছর পরে সৌরভের ভারতীয় দলে প্রত্যাবর্তন করেছিলেন নিজের ঘরোয়া ক্রিকেটের পারফরম‍্যান্সের মাধ্যমে।

বিশ্বকাপে খারাপ পারফরমেন্সের পর অবশ্য তাকে ছাটাই করার সুযোগ দেননি গ্রেগ চ্যাপেল। তিনি নিজেই ভারতীয় দলের কোচিংয়ের কাজ থেকে অব্যাহতি চেয়ে নিয়েছিলেন। তিনি সম্ভবত বুঝতে পেরে গিয়েছিলেন যে এরপর তাকে আর রাখা হবে না। প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার তাই নিজেই সরে গিয়েছিলেন পারিবারিক সমস্যার অজুহাত দেখিয়ে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর