বাংলা হান্ট ডেস্ক: মঙ্গলবার রাতে ১৪তম আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বল হাতে ভেলকি দেখিয়েছেন দিল্লি ক্যাপিটালসের অমিত মিশ্র। ডান হাতি স্পিনারের পারফরম্যান্স দেখে বীরেন্দ্র সহবাগের ২০০৮ সালের একটি ঘটনার কথা মনে পড়ে গিয়েছে। ১৩ বছর আগে আইপিএলে প্রথম হ্যাটট্রিক করেছিলেন তত্কালীন দিল্লি ডেয়ারডেভিলসের অমিত। সেই সময় দলের অধিনায়ক সহবাগের কাছে বেতন বাড়ানোর দাবি তুলেছিলেন তিনি।
বীরু একটি একটি ক্রিকেট ওয়েবসাইটকে বলেন, ‘ও(অমিত মিশ্র) খুব শান্ত ছেলে। দলের প্রত্যেক সদস্যের সঙ্গে ও খুব নম্রতার সঙ্গে কথা বলে। এই কারণে দলের প্রত্যেকের সঙ্গে খুব সহজভাবে মিশে যায়। দলে এমন কোনও ক্রিকেটার ছিল না যে অমিতকে পছন্দ করতো না। কোনও ম্যাচে ও যদি মার খেতো, তাহলে বাকিরা ওর জন্য চিন্তাভাবনা করতো। তেমনি ও উইকেট পেলে সবাই ওর জন্য অত্যন্ত আনন্দিত হতো। প্রথম আইপিএলে ও যখন হ্যাটট্রিক করেছিল, আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম, তোর কি প্রয়োজন, আমাকে বল। আমার এখনও মনে আছে, ও বলেছিল বীরু ভাই আমার বেতনটা বাড়িয়ে দাও৷ আশা করি ও এখন সেই পরিমাণ টাকাই পায়, যাতে ওকে হ্যাটট্রিক করার পর আর বেতন বাড়ানোর কথা বলতে হয় না৷’
আইপিএলে মোট তিনবার হ্যাটট্রিক করেছেন অমিত। এই রেকর্ড নেই অন্য কোনও বোলারের। তিনটি হ্যাটট্রিক তিনি করেছিলেন আলাদা আলাদা দলের হয়ে। ২০০৮ সালে দিল্লি, ২০১১ সালে ডেকান চার্জাস ও ২০১৩ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে হ্যাটট্রিক তিনটি করেছিলেন অমিত।