দিঘা, দার্জিলিং ছেড়ে পাড়ি দিন ‘বালি’তে! উত্তরবঙ্গেই আছে এই দুর্দান্ত জায়গাটি

বাংলাহান্ট ডেস্ক : বালি নামটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে বিদেশের সমুদ্রতট। মহার্ঘ্য বালিতে গিয়ে ছুটি কাটানো অনেকেরই শখ। কিন্তু সাধ থাকলেই তো হবে না, সাধ্যও থাকা চাই। তাদের জন্য বলে রাখি আমাদের দেশে, বলা ভালো আমাদের এই বাংলায় বালি নামক একটি অপূর্ব সুন্দর জায়গা আছে। উত্তরবঙ্গের (North Bengal) এই বালি থেকে আপনারাও ঘুরে আসতে পারেন কিছুদিনের জন্য।

উত্তরবঙ্গের এই অফবিট জায়গাটির আসল নাম সানটুক। অনেকেই এই জায়গাটিকে উত্তরবঙ্গের বালি বলে ডেকে থাকেন। উত্তরবঙ্গের সানটুক ধীরে ধীরে পর্যটকদের কাছে পরিচিত হয়ে উঠছে। উত্তরবঙ্গের এই অফবিট জায়গা সম্পর্কে সোশ্যাল মাধ্যমে অনেকেই জানতে পারছেন। একটু অন্যরকম স্বাদের আশায় অনেকেই পাড়ি দিচ্ছেন উত্তরবঙ্গের বালিতে।

darjeeling6 1686668937

সানটুক কালিংপংয়ের একটি অফবিট টুরিস্ট স্পট। এই জায়গাটিকেই উত্তরবঙ্গের বালি বলে ডাকা হচ্ছে। এই অফ বিট গ্রামে রয়েছে বেশ কিছু হোমস্টে। তবে এগুলির মধ্যে একটি হোমস্টেকে কেন্দ্র করে পর্যটকদের কৌতূহলের সীমানা নেই। কারণ এই হোমস্টেতে রয়েছে পাহাড়ের গায়ে একটি ঝুলন্ত বিছানা। এই সুইং বেডের অভিজ্ঞতা একেবারে অনন্য।

সুইং বেডে শুয়ে আপনারা উপভোগ করতে পারবেন কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্যতা। এই গ্রামের সরুপথ আপনাকে হাতছানি দিয়ে ডাকবে। পাহাড়ি পথের ফাঁকে রয়েছে অজস্র অর্কিডের গাছ। এছাড়াও বিভিন্ন পাহাড়ি ফুল ফুটে রয়েছে সর্বত্র। ক্যাকটাস, অর্কিড, বাগান বিলাসের মতো গাছ দেখতে পাবেন এই গ্রামে। গোটা একটা দিন কেটে যাবে হোমস্টেতে থেকেই।

darjeeling3 1686669009

হোমস্টেতে থেকেই উপভোগ করতে পারবেন ছোট্ট এই গ্রামের সৌন্দর্য। তাদের আতিথেয়তায় মুগ্ধ হবেন আপনিও। বলা ভালো, এই জায়গটিতে যাওয়াও খুব একটা কঠিন নয়। উত্তরবঙ্গের এই জায়গায় গেলে আপনারা পরোক্ষভাবে বালি ভ্রমণ উপভোগ করতেই পারেন। এই গ্রামে ঘুরতে গেলে এক অনন্য অভিজ্ঞতাকে সঙ্গী করে ফিরে আসবেন আপনি।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর