ডেস্ক : ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট (UNESCO Heritage Site)। এদেশে মোট ৪৮ টি জায়গা ‘হেরিটেজ’ তকমা পেয়েছে ইউনেস্কোর থেকে। এর মধ্যে বেশ কয়েকটি জায়গাই বেশ জনপ্রিয় হওয়ায় সেখানে প্রায় সারাবছরই থাকে পর্যটকদের ভিড়। কিন্তু এমন আরও একাধিক জায়গা রয়েছে, যেগুলি ‘হেরিটেজ’ (UNESCO Heritage Site) তকমা নিয়েও রয়ে গিয়েছে পর্যটকদের চোখের আড়ালে। এমনই ৮ টি জায়গার খোঁজ রইল এই প্রতিবেদনে, যেখানে খুঁজে পাওয়া যাবে ইতিহাস এবং সংষ্কৃতির মেলবন্ধন।
ঘুরে আসুন এই ৮ ইউনেস্কো হেরিটেজ (UNESCO Heritage Site) থেকে
গুজরাটের চম্পানের পাভাগড় আর্কিওলজিকাল পার্ক: গুজরাটের চম্পানের এবং পাভাগড় পাহাড়ের উপরে অবস্থিত এই আর্কিওলজিকাল পার্কে দেখা যায় হিন্দু, জৈন এবং ইসলামিক সংষ্কৃতির মিশ্রণ। অষ্টম থেকে পঞ্চদশ শতাব্দীর মন্দির, মসজিদ, দুর্গের মতো স্থাপত্য দেখতে পাওয়া যাবে এখানে। ২০২৪ সালে ইউনেস্কোর থেকে হেরিটেজ (UNESCO Heritage Site) তকমা পেয়েছে এই পার্ক।
কাকাটিয়া রুদ্রেশ্বর মন্দির: তেলেঙ্গানার কাকাটিয়া রুদ্রেশ্বর বা রামাপ্পা মন্দির দীর্ঘদিনের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে। কথিত আছে, প্রায় ৪০ বছর ধরে সম্পন্ন হয়েছিল এই মন্দিরের নির্মাণকাজ। এই স্থানের প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে মন্দিরের স্থাপত্যশৈলীও চোখ ধাঁধিয়ে দেয় পর্যটকদের।
তামিলনাড়ুর চোল মন্দির: ইতিহাসের পাতা থেকে উঠে আসা চোল রাজাদের মন্দিরও পেয়েছে ইউনেস্কোর হেরিটেজ (UNESCO Heritage Site) তকমা। মন্দিরের গায়ের ব্রোঞ্জের সূক্ষ্ম কাজ অবাক করে। ইতিহাস নিয়ে আগ্রহ থাকলে এই মন্দির অবশ্যই থাকা উচিত তালিকায়।
ভীমবেটকা রক শেল্টার্স: মধ্যপ্রদেশের ভীমবেটকা ইউনেস্কোর হেরিটেজ তকমা পায় সেই ২০০৩ সালে। জানা যায়, ভারতের সবথেকে পুরনো সভ্যতার নিদর্শন এই ভীমবেটকা। বিশেষজ্ঞদের মতে, ভীমবেটকায় কোনো কোনো গুহাচিত্রের বয়স হতে পারে আনুমানিক ৩০ হাজার বছর!
রানি কি ভাও: ইতিহাস নিয়েই যখন কথা হচ্ছে, তখন ঘুরে আসতে পারেন গুজরাটের রানি কি ভাও থেকে। একাদশ শতাব্দীতে তৈরি এই ৩০ মিটার গভীর স্টেপওয়েল স্থাপত্য নিরাশ করবে না একেবারেই।
বিহারের মহাবোধি টেম্পল কমপ্লেক্স: বৌদ্ধ ধর্মের ইতিহাস টানলে আপনার গন্তব্য হতেই পারে বিহারের মহাবোধি টেম্পল। পর্যটকদের চেনা ভিড় এড়িয়ে ইতিহাসের মাঝে একটা দিন কাটাতে চাইলে এটা হতে পারে আদর্শ গন্তব্য।
আরো পড়ুন : দাম দেখেই চক্ষু চড়কগাছ! লক্ষ্মীবারে কত হল ২২ ক্যারেট সোনার দাম? জানুন আজকের রেট
ভিক্টোরিয়ান গথিক অ্যান্ড আর্ট ডেকো এনসেম্বলস: ২০১৮ সালে ইউনেস্কোর হেরিটেজ (UNESCO Heritage Site) তকমা পায় এই স্থান। ঘোরার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারেন এই জায়গাটিও।
আরও পড়ুন : চেক বই নিয়ে যান বাজার করতে! এই টলিউড অভিনেতার অভ্যাসের কথা জানতেন?জন্য রজওয়েল
চার্চ অ্যান্ড কনভেন্ট: গোয়া মানেই আমোদপ্রমোদের হাতছানি। তবে ইতিহাসও এখানে ছড়িয়ে রয়েছে আনাচেকানাচে। পর্তুগিজ উপনিবেশের ইতিহাস জানতে হলে ঘুরে আসতেই পারেন এখানকার চার্চ এবং কনভেন্টে।