বাংলাহান্ট ডেস্ক: ‘দ্য কাশ্মীর ফাইলস’ হিট হওয়ার পর থেকেই কলার উঁচিয়ে ঘুরছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। রাজনৈতিক এবং অরাজনৈতিক সহ বিভিন্ন বিষয় নিয়ে মুখ খুলছেন তিনি। সেই সঙ্গে সুযোগ মতো আক্রমণ শানাচ্ছেন বলিউড তথা খানদের। আমির খানের ‘লাল সিং চাড্ডা’ মুক্তির পর আবারো সরব হলেন বিবেক।
বলিউডের বয়স্ক নায়করা সব কম বয়সী নায়িকাদের সঙ্গে রোম্যান্স করছেন, ফটোশপ করে বয়স কমাচ্ছেন। বলিউডের তো গোড়াতেই গলদ, দাবি বিবেক অগ্নিহোত্রীর। পরিচালকের টুইট আসে লাল সিং চাড্ডার মুক্তির ঠিক পরপরেই।
কী লিখেছেন বিবেক? টুইটে তিনি লিখেছেন, ‘ছবির কোয়ালিটি ভুলে যান। যখন ৬০ বছরের বুড়ো অভিনেতারা ২০-৩০ বছরের অভিনেত্রীদের সঙ্গে রোম্যান্স করার জন্য মুখিয়ে থাকেন, তরুণ দেখাতে ফটোশপ করে। বলিউডের গোড়াতেই গলদ রয়েছে। তরুণ দেখানোর চোটে বলিউড নিজেকে ধ্বংস করছে। আর এর জন্য শুধু একজন মানুষই দায়ী।’
নেটিজেনরা মনে করছেন, বলিউডের প্রথম সারির অভিনেতাদেরই কটাক্ষ করেছেন বিবেক। অনেকে তাঁকে সমর্থন করেছেন। অনেকে আবার পালটা বিদ্রুপ করেছেন। একজন লিখেছেন, ‘আপনি নিজেই তো বলিউডের একটা অংশ। বলিউড থেকে রুজি রোজগার করছেন। তাহলে এই দুমুখো স্বভাব কেন?’
Forget the quality of a film, when 60 yr old heroes are desperate to romance 20/30 yr old girls, photoshopping faces to look young, there is something fundamentally wrong with Bollywood.
‘Looking young & cool’ has destroyed Bollywood. And only one person is responsible for this.
— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) August 12, 2022
আবার আরেকজন লিখেছেন, ‘মানুষের ভাবাবেগকে ব্যবহার করে নিজের স্বার্থসিদ্ধি করায় আপনি কোনো মহান মানুষ হয়ে যাননি যে ওইসব মানুষদের ব্যাপারে কথা বলবেন যারা বলিউডের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। আজকাল তো চুনোপুঁটিও পোশ্যাল মিডিয়ায় নিজেকে কেউকেটা ভাবে!’
উল্লেখ্য, এর আগেও তিন খানকে নিশানা করেছিলেন বিবেক। টুইটে তিনি লিখেছিলেন, ‘বলিউডে যতদিন এই কিং, বাদশা, সুলতানরা রয়েছে, ইন্ডাস্ট্রি ডুবতেই থাকবে। মানুষের গল্প নিয়ে মানুষের ইন্ডাস্ট্রি বানানো হোক। আন্তর্জাতিক ফিল্ম ইন্ডাস্ট্রিকে নেতৃত্ব দেবে বলিউড।’