বলিউড ডনদের হিন্দু ফোবিয়ার কথা জানলে মানুষ গরম কফিতে ডুবিয়ে মারবে! ফের বেলাগাম বিবেক

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বক্স অফিসে ধুলোয় লুটোপুটি খাওয়ার জোগাড় ‘লাল সিং চাড্ডা’র (Laal Singh Chaddha)। আমির খান আপাতত ব‍্যস্ত ড‍্যামেজ কন্ট্রোলে। কিন্তু পরিস্থিতি আয়ত্তে আসার বদলে আরো হাতের বাইরে চলে যাচ্ছে। নেটদুনিয়ার বয়কট ট্রেন্ডকে আরো উসকে দিয়েছেন ‘দ‍্য কাশ্মীর ফাইলস’ এর পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। আমিরকে পরোক্ষে ৬০ বছরের বুড়ো বলে কটাক্ষ করার পর ফের নতুন টুইটে আক্রমণ শানিয়েছেন তিনি।

করোনা পরবর্তী সময়ে ডুবতে থাকা বলিউডকে আশার আলো দেখিয়েছিল দ‍্য কাশ্মীর ফাইলস। ছবিটি মুক্তির আগে কম সমস‍্যায় পড়তে হয়নি পরিচালক ও কলাকুশলীদের। কেউ যখন প্রচারে রাজি হয়নি, তখন এগিয়ে এসেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্লকবাস্টার হিট হয়েছিল কাশ্মীর ফাইলস। তারপ‍র থেকে সুযোগ পেলেই বলিউডকে কটাক্ষ করে আসছেন বিবেক।


সম্প্রতি এক টুইটে তিনি লিখেছেন, ‘যখন ভাল গল্পের ছোট ছবিকে দাবিয়ে দেওয়া হয়, বলিউডের ডনেরা বয়কট করে, মাল্টিপ্লেক্সগুলো যখন তাদের শো সরিয়ে দেয়, ছোট ছবির বিরুদ্ধে যখন সমালোচকরা জোট বাঁধে, তখন তো ওই ২৫০ জন মানুষের কথা কেউ ভাবে না যারা ছবিটার জন‍্য খেটেছে।’

এখানেই না থেমে পরিচালক আরো লিখেছেন, ‘যখন বলিউডের কিংরা বহিরাগত অভিনেতা, পরিচালক, লেখকদের বয়কট করে, কেরিয়ার ধ্বংস করে দেয়, তখন বলিউডের কেউ কেন গলা চড়ায় না? যেদিন সাধারণ মানুষ জানতে পারবে বলিউডের এই ডনেরা কতটা দাম্ভিক, ফ‍্যাসিস্ট আর হিন্দু বিরোধী সেদিন তাঁদের গরম কফিতে ডুবিয়ে মারা হবে।’

বিবেকের এই বিষ্ফোরক প্রতিক্রিয়া আসে করিনা কাপুর খানের সাম্প্রতিক একটি মন্তব‍্যের পর‌। প্রথমে নেটিজেনদের বয়কট ট্রেন্ডকে দুচ্ছাই করলেও ছবি ফ্লপ হতে দেখেই সুর বদলেছেন বেবো। সম্প্রতি এক সাক্ষাৎকারে করিনা বলেন, দর্শকরা যেন তাঁর ছবি বয়কট না করে। কারণ এটা খুব সুন্দর একটা ছবি।

তাঁরা তিন বছর ধরে অপেক্ষা করেছেন এই ছবির মুক্তির জন‍্য। তাই অভিনেত্রীর আর্জি, দর্শকরা যেন দয়া করে তাঁদের ছবিটি বয়কট না করেন। নয়তো খুব সুন্দর একটা ছবি তারা মিস করবেন। ২৫০ জন মানুষ এই ছবির পেছনে খুব খেটেছেন। এরপরেই নাম না করে বিষ উগরে দিয়েছেন বিবেক।

X