বাংলাহান্ট ডেস্ক: পয়গম্বর হজরত মহম্মদ সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জেরে বিজেপির প্রাক্তন মুখপাত্র নুপূর শর্মার বিরুদ্ধে সোচ্চার মুসলিমপ্রধান দেশগুলি। নুপূরকে ইতিমধ্যেই সাসপেন্ড করেছে গেরুয়া শিবির। এদিকে বিষয়টা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ (Naseeruddin Shah)। নুপূরের মন্তব্যের নেপথ্যে উপর মহলেরই মদত আছে বলে বিষ্ফোরক দাবি করেছেন তিনি।
নাসিরুদ্দিন আর্জি জানিয়েছেন, প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে। তবেই ঘৃণার বিষ ছড়ানো বন্ধ হবে। অভিনেতা বলেন, “আমি আশা করব প্রধানমন্ত্রী মোদী যেসব বিদ্বেষীদের টুইটারে ফলো করেন… তাঁকেই কিছু করতে হবে ওদের চুপ করানোর জন্য, কারণ তাঁর কথাতেই কাজ হবে।”
তিনি আরো বলেন, এই ধরনের ঘটনা যদি আবারো ঘটে তাহলে তিনি খুব একটা অবাক হবেন না। নাসিরুদ্দিনের কটাক্ষ, এদেশে যদি কেউ শান্তি প্রচারের কথা বলে তাহলে তাকে জেলে পাঠানো হয়। আর কেউ গণহত্যার কথা বললে নামমাত্র শাস্তি দিয়েই ছেড়ে দেওয়া হয় তাকে।
এখানেই শেষ নয়। হিট ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) নিয়েও মন্তব্য করতে ছাড়েননি নাসিরুদ্দিন। সত্য ঘটনা নয়, কাশ্মীরি হিন্দুদের উপর অত্যাচারের প্রায় ‘কাল্পনিক’ কাহিনি বলা হয়েছে ছবিতে, দাবি করেছেন অভিনেতা। আর সেই ছবি দেশের সরকারও প্রচার করেছে।
নাসিরুদ্দিনের মন্তব্য অবশ্য চুপচাপ হজম করেননি পরিচালক বিবেক অগ্নিহোত্রী। পালটা খোঁচা দিয়ে তিনি লিখেছেন, ‘আমি এটার সঙ্গে সহমত। নিজের দেশেই কাশ্মীরি হিন্দুদের গণহত্যার কথা বললে শাস্তি পেতে হয়।’
I agree with this.
You are indeed abused and penalised for talking about Kashmiri Hindu Genocide in your own country. pic.twitter.com/sU4lePOfe0— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) June 8, 2022
এই সাক্ষাৎকারে শাহরুখ খান পুত্র আরিয়ান খানকে মাদক কাণ্ডে ‘ফাঁসানো’র ঘটনার কথাও টেনে আনেন নাসিরুদ্দিন। কিং খান যে ব্যক্তিত্বের সঙ্গে গোটা ব্যাপারটা সামলে ছিলেন তার প্রশংসাও করেন বর্ষীয়ান অভিনেতা। তৃণমূলকে সমর্থন করার জন্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করার জন্য এই ঘটনাটা ঘটল শাহরুখের সঙ্গে, দাবি নাসিরুদ্দিনের।