Vizag গ্যাস লিকের সিসিটিভি ফুটেজ এল সামনে, জানা গেল দুর্ঘটনার কারণ

Published On:

বাংলাহান্ট ডেস্ক : অন্ধ্র প্রদেশের (Andhrapradesh ) বিশাখাপত্তনমে এলজি পলিমার কারখানায় গ্যাস ফাঁটা র ঘটনায়  একটি সিসিটিভি ফুটেজ প্রকাশিত হয়েছে। এই ঘটনায়ে  ১২ জন নিহত হয়েছেন। ভিডিওতে দেখা গেছে গ্রামে গ্রামে কীভাবে বিষাক্ত গ্যাস ভরা হচ্ছে তা স্পষ্ট। এরমধ্যে একজন ব্যক্তি গ্যাসের গন্ধে গাড়ির বনেটে এসে পড়ে। আবার অন্য ফুটেজে দেখা গেছে যে একজন মহিলা অজ্ঞান হয়ে পড়ে। গত ৭ই মে এই ঘটনা সবাইকে চমকে দেয়। বিশাখাপত্তনম কারখানায় স্টাইরিন গ্যাসের ফুটো ছিল যার রঙ নেই এবং পলিস্টেরিন প্লাস্টিক, রাবার এবং ফাইবার গ্লাস তৈরি করতে তরল আকারে ব্যবহৃত হয়।

এই ঘটনায় ক্ষতি হয়েছে বহু মানুষের 

ছবিগুলি ভেঙ্কটাপুরাম গ্রামে লাগানো সিসিটিভি ক্যামেরার। এই ফুটেজটি দেখে সেখানকার পরিবেশ জে কতটা খারাপ বোঝা যায়, এই  ঘটনায় ৪৫ জন  শিশু সহ তিনশো জনের শরীর  খারাপ হয়েছিল।কিন্তু তাও  এই ঘটনায় দায়বদ্ধতা বা গ্রেপ্তারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এই ঘটনায় মোদী এবং অমিত শাহের বক্তব্য 

এই ঘটনার পর গোটা রাজ্যে আতঙ্কের মহল সৃষ্টি হয়। কা রখানার আশেপাশের গ্রাম গুলোকে দ্রুত খালি করানোর নির্দেশ দেওয়াও হয়।  আরেকদিকে, প্রধানমন্ত্রী মোদী বলেন, এই ঘটনা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রক ন্যাশানাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির আধিকারিকদের সাথে কথা বলে। নরেন্দ্র মোদী বলেন আমি বিশাখাপত্তনমের সবার সুরক্ষা আর সুস্বাস্থের জন্য প্রার্থনা করছি।এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah) বলেন,” ভাইজ্যাগে (Vizag) গ্যাস লিক করার ঘটনা বড় চিন্তার বিষয়, আমরা লাগতার কাছ থেকে এই ঘটনার উপর নজর রাখছি। আমি সেখানকার মানুষের সুরক্ষার জন্য প্রার্থনা করছি”।আর অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট স্টায়রিন গ্যাস ফাঁস মামলার স্বয়ংক্রিয় স্বীকৃতি গ্রহণ করে রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে একটি নোটিশ পাঠিয়েছে। এই ধরণের কারখানার বন্দোবস্তের মাঝখানে কীভাবে কাজ করার অনুমতি দেওয়া হয়েছিল তাও জিজ্ঞাসা করেছিলেন।

X