জিও-এয়ারটেলের মাথায় হাত, ঝড়ের গতিতে চলবে ইন্টারনেট! বাজার কাঁপাতে 5G আনছে VI

বাংলা হান্ট ডেস্ক : দেশজুড়ে জিও-র (Jio) দাপট যেমন বেড়েছে তেমন বেড়েছে খরচও। এমন পরিস্থিতিতে কিছু কিছু জায়গায় জিও-র সার্ভিস নিয়েও খুব একটা সন্তুষ্ট নয় আম জনতা। যে কারণে সাধারণ মানুষের আগ্রহ বাড়ছে অন্যান্য নেটওয়ার্কের উপর। সদ্যই খবর মিলেছে খুব শীগ্রই দেশজুড়ে 5G পরিষেবা আনতে চলেছে ভোডাফোন আইডিয়া (Vodafone Idea)। অন্তত ভোডার শীর্ষস্থানীয় এক কর্তার বার্তায় তো এমনটাই ইঙ্গিত।

এইদিন ভিআই-র সিইও অক্ষয় মুন্দ্রা জানান, ‘আগামী ৬-৭ মাসের মধ্যে 5G পরিষেবা আনতে চলেছি আমরা। এই পরিষেবার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ভোডাফোন আইডিয়া।’ যদিও ভোডার এই 5G পরিষেবার প্ল্যান কী হবে সেই সংক্রান্ত কোনও তথ্য এখনও দেয়নি সংস্থাটি। তবে খবর মিলেছে, ইতিমধ্যেই 5G পরিষেবা সংক্রান্ত সমস্ত আলোচনা তারা শুরু করে দিয়েছেন।

এদিকে জিও এয়ারটেলও তাদের প্ল্যান নিয়ে পিছিয়ে নেই। সূত্রের খবর, আগামি মার্চের মধ্যেই দেশজুড়ে রোল আউট করার লক্ষ্যমাত্রা নিয়েছে এয়ারটেল। এমন পরিস্থিতিতে 3G পরিষেবা বন্ধ করে 5G আনার পরিকল্পনা করছে ভোডাফোন আইডিয়া। ইতিমধ্যেই মহারাষ্ট্র, গুজরাত, অন্ধ্রপ্রদেশ, মুম্বই এবং কলকাতায় 3G পরিষেবা বন্ধ করেছে ভোডাফোন আইডিয়া।

আরও পড়ুন : ‘অনুরাগের ছোঁয়া’ আগাতেই স্লট হারাল ‘কার কাছে কই’! TRP-র হিসেব বদলে দিল স্টার জলসা, নয়া টপার কে?

এদিকে জিও এবং এয়ারটেলের প্ল্যানের কথা বললে জিও তার 5G ইন্টারনেট ব্যবহারকারীদের বিনামূল্যে ইন্টারেনেট ব্যবহার করার সুবিধা প্রদান করছে। যাদের হাতে 5G ফোন রয়েছে এবং এলাকায় 5G পরিষেবা রয়েছে তারা আরামসে এই সুবিধা উপলব্ধ করতে পারবেন।

আরও পড়ুন : আবাস যোজনা থেকে ফ্রী-তে বিদ্যুৎ! বাজেটে মধ্যবিত্তের জন্য বড় ঘোষণা কেন্দ্র সরকারের

jio airtel vi vodafone idea image 1612358966262

এমন অবস্থায় জিওকে খুল্লা চ্যালেঞ্জ জানিয়ে আনলিমিটেড 5G পরিষেবা দিতে শুরু করেছে এয়ারটেলও। তবে জিওর মত সমগ্র দেশজুড়ে পরিষেবা দেওয়ার মত পরিকাঠামো গড়ে উঠতে আরও খানিকটা সময় লাগবে বলে মনে করছে সংশ্লিষ্টমহল। তবে সবচেয়ে বড় প্রশ্ন হল, জিও এবং এয়ারটেলের এই বিনামূল্যে ইন্টারেনেট পরিষেবা ঠিক কতদিন পর্যন্ত থাকবে।

আরও পড়ুন : রেলে বিপুল বরাদ্দ বৃদ্ধি, এক কোটি মহিলাকে লাখপতি করার পরিকল্পনা মোদী সরকারের, রইল বাজেটের খুঁটিনাটি

এবং আগামী দিনে যখন 5G প্ল্যান লঞ্চ করা হবে তখন ঠিক কীরকম খরচ হতে পারে? এই খরচ 4G রিচার্জ প্ল্যানের থেকে বেশি হবে নাকি কম সেখবরও এখনও অজানা। সূত্রের খবর, চলতি বছর দ্বিতীয়ার্ধে নতুন রিচার্জের ঘোষণা করতে পারে জিও।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর