বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল (Indian Cricket Team) এই মুহূর্তে বিশ্বকাপে (2023 ODI World Cup) অসাধারণ ছন্দে রয়েছে। টুর্নামেন্টের লিগ পর্যায়ের আটটি ম্যাচ খেলে ফেলেছে তারা। এই আটটি ম্যাচে একমাত্র অস্ট্রেলিয়া ম্যাচটি বাদ দিলে আর কোনও ম্যাচেই তাদের সমস্যায় পড়তে হয়নি। দাপট দেখিয়ে টুর্নামেন্টে অন্য সকল দলকে উড়িয়ে দিয়েছে রোহিত শর্মারা। বিরাট কোহলির (Virat Kohli) মতো মহাতারকা বা যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) মতন চোট সারিয়ে ফেরা তারকারা নিজেদের সেরাটা দেওয়ায় ভারতের কাজটা অনেকটাই সহজ হয়ে গিয়েছে।
এখন প্রশ্ন একটাই। ভারতীয় দলকে কোনোভাবেই কি থামানো সম্ভব নয়। একতরফাভাবে যাবতীয় প্রতিপক্ষকে উড়িয়ে দিচ্ছে ভারতীয় দল। ব্যাটিংয়ে রহিত শর্মারা যেমন বিধ্বংসী বোলিংয়ে ঠিক ততটাই বিধ্বংসী মহম্মদ শামিরা। উইকেটরক্ষণ থেকে শুরু করে স্পিন আক্রমণ, সবকিছুতেই ভারতের জুড়ি মেলা ভার এই মুহূর্তে। এমনকি ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের তারকা প্রাক্তন ক্রিকেটার এই ব্যাপারে আশা ছেড়ে দিয়েছেন।
প্রাক্তন পাকিস্তানি ফাস্ট বোলার ও কিংবদন্তি ওয়াসিম আক্রম বুমরার তুলনা করেছেন নিজের সাথে। সম্প্রতি একটি পাকিস্তানি শো-এ বসে তিনি মন্তব্য করেছেন যে বুমরার বোলিংয়ের সময় তার নিজের বোলিংয়ের কথা মনে পড়ে যাচ্ছে। কেন তাকে খেলা এত কঠিন সেই বিষয়ও মন্তব্য করেছেন তিনি।
আরও পড়ুন: সৌরভের ঘরে রোহিতের ভারতের ইতিহাস! প্রোটিয়া বধ করা মাত্র মহারাজের রেকর্ড ছুঁলেন হিটম্যান
এরপর সেই শো-এর সঞ্চালক তাকে প্রশ্ন করেন যে বুমরাকে আটকানোর কোন উপায় তার জানা আছে কি? এই প্রশ্নের একটা মজার উত্তর দিয়েছেন পাকিস্তানি কিংবদন্তি। তিনি বলেছেন
বুমরাকে থামানোর হলে তার একটাই উপায় রয়েছে। তার জুতোজোড়া লুকিয়ে রাখুন।
আরও পড়ুন: টাইমড আউট বিতর্কের পর বিশ্বকাপ কেরিয়ার শেষ সাকিবের! মারাত্মক চোট পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক
এরপর কোহলিকে থামানোর উপায় প্রসঙ্গ উঠলে আরো একধাপ এগিয়ে গিয়ে মন্তব্য করেছেন ভারতের জামাই শোয়েব মালিক। এক সময় ভারতের বিরুদ্ধে একাধিক মনে রাখার মতো পারফরম্যান্স করা পাকিস্তানি ব্যাটার মন্তব্য করেছেন বিরাট কোহলিকে থামানোর একটাই উপায়। ‘টিভি বন্ধ করে দিন।’ দুজনের এই মন্তব্যই সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ভাইরাল।