দিদি করিশ্মার সঙ্গে একেবারে ঘরোয়াভাবেই বিবাহবার্ষিকী পালন করলেন সইফ-করিনা

বাংলা হান্ট ডেস্ক: সাত পাকে বাঁধা পড়েছিলেন সেই ২০১২ সালে। দেখতে দেখতে সাত সাতটা বছর পার করে ফেললেন বলিউডের অন্যতম সেরা এই জুটি। ‘কুরবান’ এর এই জুটি টি পালন করলেন তাদের সপ্তম বিবাহবার্ষকী। বুঝতেই পারছেন সইফ-করিনার কথা বলছি। বিয়ের পর ৭ বছর পূর্ণ হয়েছে। বিয়ের ৭ বছর পূর্ণ হওয়া উপলক্ষে সেই অনুষ্ঠান পালন করবেন না সইফ-করিনা, তা কি হয়? সইফ-করিনার বিবাহবার্ষিকী উপলক্ষে তাঁদের ছবি শেয়ার করলেন করিশ্মা কাপুর।

 

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সইফ-করিনার বিবাহবার্ষিকী এবং কেকের ছবি শেয়ার করেন করিশ্মা। যেখানে তৈমুরকে কোলে নিয়ে কেক কাটতে দেখা যাচ্ছে সইফ-আলি খান এবং করিনা কাপুর খান-কে। দিদি করিশ্মাকে সঙ্গে নিয়ে একেবারেই ঘরোয়াভাবেই বিবাহবার্ষিকী পালন করেন বলিউডের এই ‘পাওয়ার কাপল’। 

দেখুন সেই ছবি…

https://www.instagram.com/p/B3r-GyElcSf/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/B3rsqkHDxIv/?utm_source=ig_web_copy_link

সম্প্রতি করিনা জানান, তৈমুর নাকি ছবি তুলতে গেলেই চিতকার করতে শুরু করে। তবে পাপারাতজির সামনে নয়, সইফ-করিনা ছেলের ছবি তুলতে গেলেই নাকি সে চিতকার করতে শুরু করে। কিন্তু পাপারাতজিকে বন্ধু বলেই তৈমুর মনে করে বলেও জানান বলিউড অভিনেত্রী। তবে তৈমুরকে সেলেব কিড হিসেবে নয়, আর পাঁচজন সাধারণ শিশুর মতো করেই বড় করে তুলতে চান বলেও বার বার দাবি করেছেন সইফ আলি খান এবং করিনা কাপুর খান। যদিও পাপারাতজির অনবরত ফ্ল্যাশের সামনে তৈমুর অন্য পাঁচজন সাধারণ শিশুর মতো বড় হতে পারছে না বলেও অভিযোগ করেন সইফ, করিনা।

সম্পর্কিত খবর