বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অল্পের জন্য বড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন শ্রীলঙ্কার বাঁ-হাতি ফাস্ট বোলার ইসারু উদানা (Isuru Udana)। মাঠের মধ্যে ফিল্ডিং করার সময় প্রায় সাপের ওপরই পা দিয়ে ফেলেছিলেন তিনি। কিন্তু ভাগ্য সুপ্রসন্ন হওয়ায় শেষ মুহূর্তে তিনি সাপটিকে খেয়াল করে আত্মরক্ষা করতে সমর্থ হন। শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে লঙ্কান প্রিমিয়ার লিগের (LPL) সাম্প্রতিক ম্যাচ চলাকালীন একটি এই বিপজ্জনকভাবে ঘটনাটি ঘটেছে।
বাউন্ডারি থেকে একটু দূরে ফিল্ডিং করার সময় সাপের উপস্থিতি দেখে তারকা লঙ্কান পেসার ভয় পেয়েছিলেন। তার অভিব্যক্তি বুঝিয়ে দিচ্ছিলো যে ওই সাপটির কামড় থেকে বেঁচে নিজেকে কতটা ভাগ্যবান ভাবছিলেন তিনি। এই ঘটনার একটি ভিডিও এখন ভাইরাল হয়েছে।
Snake in LPL…!!!!
A lucky escape for Udana. pic.twitter.com/R3Gg2yxVkh
— Johns. (@CricCrazyJohns) August 13, 2023
এই ভিডিওটির ক্লিপটি এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়ে গিয়েছে বলে জানা গেছে। ভিডিওটি টুইটারে প্রায় ৮৮,০০০ মানুষের দৃষ্টিগোচর হয়েছে। বেশ কয়েকজন ভক্ত কমেন্ট বক্সে আকর্ষণীয় মন্তব্য করে ঘটনাটির ভয়াবহতা নিয়ে ব্যাখ্যা চেয়েছেন।
এর এক সপ্তাহ আগেও আরও একটি একই জাতীয় ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল যেখানে দেখে গিয়েছিল সাকিব আল হাসানের বোলিংযের সময় একটি বিরাট আকারের সাপ মাঠে প্রবেশ করেছে এবং পরে সেটি বাউন্ডারি টপকে খেলোয়াড়দের কিট ব্যাগের পাশ দিয়ে ফ্রিজের তলায় আশ্রয় নেয়। এক সপ্তাহ আগে, কলম্বোতে গ্যালে টাইটানস এবং ডাম্বুলা অউরার মধ্যে ম্যাচ চলার সময় এই ঘটনাটি ঘটেছিল এবং ম্যাচ কিছুক্ষণ বন্ধ ছিল।
আরও পড়ুন: কোহলির নতুন টুইটে আলোড়ন! বড় সত্যি ফাঁস করলেন প্রাক্তন ভারত অধিনায়ক
সবচেয়ে চিন্তার ব্যাপার হলো ভারতসহ এশিয়া কাপে অংশগ্রহণকারী বাকি দেশগুলো এই মাঠেই পরবর্তী এশিয়া কাপের ম্যাচগুলি খেলবে। ভারত পাকিস্তান ম্যাচ চলাকালীন যদি এমন কোন একটা ঘটনা ঘটে আর সেখানে কোন ক্রিকেটারের ক্ষতি হয় তাহলে তার দায় শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড নেবে তো?