হাওড়ায় জল সংকট! বন্ধ থাকবে সম্পূর্ণ পরিষেবা, বিপদে পড়ার আগে জেনে নিন দিনক্ষণ

বাংলাহান্ট ডেস্ক : এখন বাতাসে বসন্তের আনাগোনা। তবে এরই মধ্যে বেশ গরম পড়ে গেছে দক্ষিণবঙ্গে। এই অবহে জল সরবরাহ বন্ধ থাকতে চলেছে হাওড়া পুর ওয়ার্ডে। একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে জল সরবরাহ বন্ধ থাকবে হাওড়া পুরনিগম এলাকায়। বর্তমানে জল সরবরাহ  কিছু সময়ের জন্য বন্ধ থাকলেও, আগামী দিনে পানীয় জলের সরবরাহ উন্নত হতে পারে।

মূলত হাওড়ার বিভিন্ন এলাকায় জলের পাইপ লাইনের মেরামতির কাজ হবে হাওড়া পুরসভা ও কেএমডিএর মাধ্যমে। সেই জন্য সাময়িকভাবে বন্ধ থাকবে জল সরবরাহ। নোটিশ জারি করে জানানো হয়েছে, জল সরবরাহ বন্ধ থাকবে আগামী ৭ মার্চ দুপুর সাড়ে ১২টা থেকে ৮ মার্চ ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত। এই নির্দিষ্ট সময়টা জল সরবরাহ বন্ধ থাকবে হাওড়া কর্পোরেশনের সব এলাকাতে।

আরোও পড়ুন : জগন্নাথ ধামে ৯ অহিন্দু বাংলাদেশীর প্রবেশের চেষ্টা! হাতেনাতে ধরা পড়তেই তোলপাড় পুরীর মন্দিরে

তবে জল সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে ৮ মার্চ অর্থাৎ শুক্রবার সকাল থেকে। আর কিছুদিন পর পুরো মাত্রায় এসে যাবে গ্রীষ্মকাল। গ্রীষ্মকালে ব্যাপকভাবে জল সংকট দেখা যায় রাজ্যের বিভিন্ন জায়গায়। অনেক জায়গায় নেমে যায় জলস্তর। ফলে সমস্যায় পড়েন সাধারণ মানুষ। তাই গ্রীষ্মকালে জলসঙ্কট থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে আগে ভাগে বিভিন্ন জায়গায় হচ্ছে পাইপ লাইনের কাজ।

20240305 122936 0000

হাওড়া পুরনিগমের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাওড়া শহরের বিভিন্ন এলাকায় HMC এবং KMDA দ্বারা জল সরবরাহের পাইপ লাইনে বিভিন্ন কাজের জন্য আগামী বৃহস্পতিবার ৭ মার্চ ২০২৪ দুপুর ১২টা ৩০ মিনিট থেকে পরেরদিন অর্থাৎ শুক্রবার ৮ মার্চ ২০২৪ ভোর ৫টা ৩০ মিনিট পর্যন্ত জল সরবরাহ বন্ধ রাখা হবে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের সকল ওয়ার্ডে (১ থেকে ৫০)। আমাদের আশা সব ওয়ার্ডে জল সরবরাহ পুনরায় স্বাভাবিক হবে ৮ মার্চ ২০২৪ শুক্রবার সকাল ৬টা থেকে।

 

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর