আহত দলনেত্রী মমতা ব্যানার্জি এখনও ট্রমায়, ইস্তেহার প্রকাশ পিছিয়ে দিল তৃণমূল

বাংলাহান্ট ডেস্কঃ বুধবার রাতেই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (tmc) সুপ্রিমো মমতা ব্যানার্জিকে (Mamata Banerjee) এমআরআই করার জন্য় বাঙুর ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেসে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে এমআরআই-র পর তাঁকে আবারও এসএসকেএমে নিয়ে আসা হয়।

সেখানে উপস্থিত ছিলেন- অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, পার্থ চট্টোপাধ্যায় ও অরূপ বিশ্বাসও। সেখানে উপস্থিত তৃণমূল নেতা চিকিৎসক শান্তনু সেন জানান, ‘লিগামেন্টে আঘাত পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সফট টিস্যু ইনজুরি হয়েছে। এমনকি পায়ের পাতায় চিড়ও রয়েছে তাঁর’।

vvcjdvhv

এসবের মধ্যে পড়ে পিছিয়ে গেল তৃণমূলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ। দলনেত্রীর এই শারীরিক অবস্থায় নির্বাচনী ইস্তেহার প্রকাশ পিছিয়ে দিল দল তৃণমূল। এখনও ট্রমায় রয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর শারীরিক অবস্থার উন্নতির জন্য হাসপাতাল চত্বরেই রাত কাটিয়েছে প্রচুর সংখ্যক তৃণমূল সদস্য।

বৃহস্পতিবার দুপুরে কালীঘাটের বাসভবন থেকে ইস্তেহার প্রকাশের সময় আগে থাকতেই স্থির হয়ে গিয়েছিল। কিন্তু তৃণমূলনেত্রীর এই শারীরিক অবস্থার দরুণ নির্বাচনী ইস্তেহার প্রকাশ পিছিয়ে দিল তৃণমূল।

tmc flags

প্রসঙ্গত জানিয়ে রাখি, বুধবার নন্দীগ্রামের মনোনয়ন শেষে পায়ে গুরুতর আঘাত পান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। তৎক্ষণাৎ তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। পায়ে আঘাত লাগার কারণে তাঁর পা ফুলে যায়, শ্বাসকষ্টও হয় মুখ্যমন্ত্রীর।

৫ চিকিৎসকের একটি মেডিকেল টিম গঠন করে দ্রুত মুখ্যমন্ত্রীর চিকিৎসা শুরু করা হয়। মুখ্যমন্ত্রীর আরোগ্য লাভের কামনায় প্রচুর সংখ্যক তৃণমূল সদস্যরা হাসপাতালের বাইরেই দাঁড়িয়েছিলেন। সেখানে রাজ্যপাল জগদীপ ধনকড় মুখ্যমন্ত্রীকে দেখতে গেলে তাঁকে ‘গো ব্যাক শ্লোগান’ও শুনতে হয়।

Smita Hari

সম্পর্কিত খবর