‘কন্যাশ্রী, যুবশ্রীর পর এবার খেলাশ্রী’, ক্রীড়াবিদদের জন্য ভাতা এবং চাকরির ঘোষণা মমতার

বাংলা হান্ট ডেস্ক : রাজ্যের ক্রীড়াবিদদের জন্য বড় সুখবর নিয়ে এল রাজ্য সরকার (Government Of West Bengal)। গতকাল আলিপুরের ‘ধনধান্য’ প্রেক্ষাগৃহে বিকেল ৪টে থেকে শুরু হয় ‘খেলাশ্রী’ প্রকল্পের উদ্বোধন কর্মসূচী। সেখানেই বেশ খোশমেজাজে পাওয়া গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। ব্যাট হাতে ক্রিকেটও (Cricket) খেললেন তিনি। সেই সাথে জানালেন কৃতী ক্রীড়াবিদদের জন্য ভাতা এবং চাকরির কথাও।

এইদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্রীড়াবিদদের সম্মানজ্ঞাপন অনুষ্ঠানে গিয়ে বলেন, ক্রীড়াবিদদের জন্য চাকরির ব্যবস্থা করা হবে। প্রয়োজনে নতুন আইন প্রনয়ণ করা হবে বলেও জানিয়েছেন তিনি। এইদিন অনুষ্ঠানে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘যারা পুরস্কার পেলেন, তাদের মধ্যে কেউ যদি মনে করেন চাকরি করবেন, তবে আমি তাদের বলব বায়োডাটা অরূপ বিশ্বাসের হাতে দিন। কারণ আমি চাই আমাদের স্পোর্টসের ছেলেমেয়েরা যারা কেরিয়ারে আছে তারা কেরিয়ার তৈরি করবে।’

একইসাথে গোল্ড, ব্রোঞ্জ এবং সিলভার মেডেল প্রাপ্ত ক্রীড়াবিদদের জন্য বিশেষ ব্যবস্থায় নয়া আইন আনার কথাও বলেন তিনি। এমনকি তিনি এটাও বলেন যে, ইতিমধ্যেই নাকি কাগজপত্র তৈরি করতেও বলা হয়েছে। একইসাথে ঠিক কোন কোন ক্ষেত্রে ক্রীড়াবিদরা চাকরি করতে পারবেন তারও একটা স্পষ্ট ধারণা দিয়েছেন তিনি।

আরও পড়ুন : ভোটের আগেই ফাটল ‘ইন্ডিয়া’ জোটে! মমতা-কেজরির পর বেঁকে বসলেন নীতীশও, গাইলেন মোদীর গুণগান

মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘আপনার সবচেয়ে ভাল পুলিশে কাজ করতে পারবেন। কারণ আপানাদের শরীর খুব ফিট। তাই যাদের ১৮ মাস ট্রেনিং লাগে তাদের ১ মাস ট্রেনিংয়েই হয়ে যাবে। যোগ্যতা অনুযায়ী কাজে যোগ দিতে পারবেন।’ এবং এই কাজে যাতে কোনও ঢিলেমি না আসে তার জন্য মন্ত্রী অরূপ বিশ্বাসকে নয়া ডেস্ক তৈরি রাখার কথাও বলেছেন তিনি।

আরও পড়ুন :  বাবরির পর জ্ঞানবাপী! মন্দির ভেঙেই তৈরি হয়েছে মসজিদ, চাঞ্চল্যকর তথ্য ASI রিপোর্টে

একইসাথে ধনধান্য স্টেডিয়ামে তো রীতিমত ব্যাট হাতে নেমে পড়লেন তিনি। মমতা ব্যানার্জি হাতে ব্যাট তুলে নিতেই বল ধরলেন অরূপ বিশ্বাস। বল করতেই সোজা ক্যাচ আউট হন মুখ্যমন্ত্রী। একইসাথে স্টেডিয়ামে উপস্থিত সমস্ত খেলোয়াড়ের সাথে দেখাও করলেন তিনি। সেখানেই খেলোয়াড়দের আবদার মেনে তিনি হাতে তুলে নিলেন হকি স্টিক।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর