বাংলাহান্ট ডেস্কঃ হাতে বাকি আর মাত্র কদিন। এরই মধ্যে তৃতীয়-চতুর্থ দফার প্রার্থী তালিকা চূড়ান্ত করল বিজেপির (bjp) নির্বাচনী কমিটি। ৭৫ জন প্রার্থীর নাম প্রথমে ঠিক করা হয়েছিল। পরবর্তীতে রাতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে চূড়ান্ত প্রার্থী তালিকা নির্বাচন করা হয়।
সূত্রের খবর, এই তৃতীয়-চতুর্থ দফার প্রার্থী তালিকায় নাম নেই মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty)। তবে শুভেন্দু অধিকারীর মতই নিজের পুরনো কেন্দ্র ডোমজুড় থেকে লড়াই করার অনুরোধ করেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। জানা গিয়েছে, তাঁর অনুরোধ রেখেছে বিজেপি, ডোমজুড়েই রাখা হয়ছে রাজীবকে।
মিঠুন চক্রবর্তীর নাম এই দুই দফায় না থাকার বিষয়ে জানা গিয়েছে, মিঠুন চক্রবর্তী নিজেই প্রার্থী হতে নারাজ। বিজেপির সঙ্গে হাত মেলালেও তিনি প্রার্থী হতে চান না। তবে বিজেপির হয়ে প্রচারে অংশ নেবেন বলে জানা গিয়েছে। এদিকে আবার বিজেপি সূত্রে খবর, প্রার্থী হওয়ার বিষয়ে তিনি চাইলে পরে আলোচনা করা যেতে পারে।
প্রসঙ্গত জানিয়ে রাখি, গত ৬ ই মার্চ প্রথম দুদফার ৬০টি আসনের মধ্যে ৫৭টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছিল রাজ্য বিজেপি। যার মধ্যে জানা গিয়েছিল, নন্দীগ্রামে তৃণমূলনেত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রতিপক্ষ হিসেবে সেখানে লড়বেন ভূমিপুত্র শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই নন্দীগ্রামে প্রচার কার্য শুরু করে দিয়েছেন তিনি।
সূত্রের খবর, রবিবার প্রকাশিত হতে পারে বিজেপির তৃতীয়-চতুর্থ দফার প্রার্থী তালিকা, এমনটাই জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কথায়, মমতা ব্যানার্জির ‘বিসর্জনের’ জন্য সকলকে প্রস্তুত হতে হবে।