মালদহে অষ্টম পাশ চাকরিতে আবেদনের ধুম পিএইচডি, ইঞ্জিনিয়ার ও পোস্ট গ্রাজুয়েটদের

Job news : বেশ কিছুদিন আগেই রাজ্যে বন সহায়কের পদের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। রাজ্যের বন সহায়কের শূন্যপদ ছিল মাত্র ২ হাজার। অষ্টম শ্রেণি যোগ্যতায় এই চাকরির জন্য আবেদন জমা পড়েছে ২০ লক্ষ। তাদের মধ্যে বিরাট একটা সংখ্যার আবেদনকারী যে উচ্চ শিক্ষিত বেকার তা আগেই আন্দাজ করা গিয়েছিল। এবার ইন্টারভিউ শুরু হতেই সেই সংখ্যাটা দেখে চোখ কপালে উঠেছে অনেকের।

1 17 13 jobless unemployment1

মালদহে ইতিমধ্যেই শুরু হয়েছে এই চাকরির ইন্টারভিউ পর্ব। সেই লাইনে চাকুরিপ্রার্থীদের ভিড় চোখে পড়ার মত। করোনার বিধি নিষেধ না মেনেই চাকরির আশায় লাইন দিয়েছেন হাজার হাজার কর্মপ্রার্থী। সেই লাইনের বেশিরভাগই উচ্চশিক্ষিত যুবক যুবতী৷ গ্রাজুয়েট ছাড়াও আছে অনার্স গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট, ইঞ্জিনিয়ার ও পিএইচডি ডিগ্রীধারীরাও।

বন সহায়কের সাধারণ ভাবে চারাগাছ পোঁতা, হাতি তাড়ানো, বন পাহাড়া দেওয়ার মত কাজ করতে হয়। জেনেশুনেই এই কাজে আবেদন করেছে লক্ষ লক্ষ বেকার । যাদের শিক্ষাগত যোগ্যতা দেখে চোখ কপালে উঠেছে বন দপ্তরের আধিকারিক। রাজ্যে চাকরির মন্দা যে কি ভয়ংকর তার ছবিটা আরো স্পষ্ট হল এদিন

জানা গিয়েছে, ৪ টি বড় ট্রাঙ্কে ভরা যায়নি সব আবেদন পত্র। শেষ পর্যন্ত অতি কষ্টে ৪৫ টি বিশাল বস্তায় ভরা হয়েছিল এই সব আবেদন পত্র। স্ক্রুটিনিতে বয়সের কারন সহ অন্যান্য কারনে এই পর্বে আবেদন বাদ গিয়েছেন খুবই কম। জানা যাচ্ছে দিনপ্রতি ১০০ টি করে ইন্টারভিউ নিলেও সেই প্রক্রিয়া শেষ করতে যে কত সময় লাগবে তা এখনই বলা যাচ্ছে না।

 

 

 

 

 


সম্পর্কিত খবর