বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে শিক্ষক নিয়োগ ঘিরে বিরাট জটিলতার মধ্যেই পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পরিচালনায় ২০২২ সালের ১১ ডিসেম্বর প্রাইমারি টেট পরীক্ষা (TET Examination) নেওয়া হয়েছিল। পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছিলেন যত শীঘ্র সম্ভব নিয়োগ (Recruitment) করা হবে ২০২২ উত্তীর্ণদের। তবে সেই নিয়ে এখনও দিনক্ষণ ঘোষণা করা না হলেও সামনে এসেছে সবুজ সংকেত।
সম্প্রতি ২০২২ উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ সম্পর্কে আশার খবর শুনিয়েছেন পর্ষদ সভাপতি গৌতম পাল। প্রসঙ্গত চলতি বছর ফেব্রুয়ারী মাসে ২০২২ সালের প্রাথমিক টেট পরীক্ষার ফলাফল প্রকাশ্যে আনা হয়।
২০২২ সালের প্রাথমিক টেট (2022 Primary TET) পরীক্ষায় ১.৫ লক্ষ পরীক্ষার্থী পাশ করেছেন। টেট পাশ করে লক্ষ লক্ষ পরীক্ষার্থী বর্তমানে চাকরির আশায় দিন গুনছেন। ওদিকে ২০১৪ এবং ২০১৭ সালের টেট উত্তীর্ণদের নিয়োগ প্রক্রিয়া শেষ মুহূর্তে এসে আপাতত সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় বন্ধ রয়েছে।
আরও পড়ুন: মিললো না স্বস্তি! দেশে ফিরতেই ‘সুপ্রিম’ ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
জানা যাচ্ছে ২০২২ এর টেট উত্তীর্ণ প্রার্থীরা নিয়োগের ভবিষ্যত জানার জন্য সম্প্রতি পর্ষদের দ্বারস্থ হন। সেই পরীক্ষায় উত্তীর্ণ আন্দোলনকারী প্রার্থীদের মধ্য থেকে চারজন সদস্যের সাথে আলাদা করে দেখা করেন গৌতম পাল। সেই সময় পর্ষদ সভাপতি জানান চলতি নিয়োগ প্রক্রিয়া শেষ হলেই এই বছরের শেষের দিকে ২০২২ ডেট উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ শুরু হয়ে যাবে।
আরও পড়ুন: লাগামছাড়া বৃষ্টি! এবার ভয়ঙ্কর অবস্থা হবে এই ৬ জেলায়, জারি অ্যালার্ট: আবহাওয়ার খবর
তবে যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডারের ভিত্তিতে বর্তমানে চলতি নিয়োগ প্রক্রিয়া স্থগিত রয়েছে তাই স্থগিতাদেশ উঠলে তবেই নিয়োগ পদ্ধতি পুনরায় শুরু করা হবে বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি। তার কথায়, আমাদের ইচ্ছা থাকলেও এখনই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারছি না। তবে সুপ্রিম কোর্টের স্থগিতদেশ উঠলেই দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি।