OBC সার্টিফিকেট মামলায় বিরাট স্বস্তিতে রাজ্য! বড় নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট

Published on:

Published on:

obc certificate case(1)

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের OBC মামলায় (OBC Certificate Case) বড় স্বস্তিতে রাজ্য সরকার। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে (Supreme Court) এই সংক্রান্ত মামলার শুনানিতে প্রধান বিচারপতির নির্দেশ শীর্ষ আদালতে শুনানি শেষ না হওয়া পর্যন্ত কলকাতা হাইকোর্ট আর কোনও শুনানি করতে পারবে না। সুপ্রিম নির্দেশে এপার অনেকটাই স্বস্তিতে রাজ্য।

ওবিসি মামলায় সুপ্রিম স্বস্তিতে রাজ্য | OBC Certificate Case

সম্প্রতি রাজ্যের আইনজীবী কপিল সিব্বল সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতির দৃষ্টি আর্কষণ করেন। আইনজীবী জানান, আগামী কয়েক দিনের মধ্যেই কলকাতা হাইকোর্টের মামলার শুনানি রয়েছে। তাতে বিস্ময় প্রকাশ করে বিচারপতি গাভাইয়ের বেঞ্চের নির্দেশ, সুপ্রিম কোর্টের মামলার শুনানি শেষ না হওয়া পর্যন্ত হাইকোর্ট কোনও শুনানি করতে পারবে না।

মূল মামলা:

২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে ৭৭টি পিছিয়ে পড়া সম্প্রদায়কে ওবিসির তালিকাভুক্ত করেছিল পশ্চিমবঙ্গ সরকার। গত বছর ২২ মে কলকাতা হাই কোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ ২০১০ সালের পর থেকে তৈরি রাজ্যের সব ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দিয়েছিল।

সেই সময় হাই কোর্টের নির্দেশে প্রায় ১২ লক্ষ সার্টিফিকেট এক ধাক্কায় বাতিল হয়ে যায়। ওবিসি শংসাপত্রের বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলায় কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার (Government Of West Bengal)।

হাইকোর্টের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার, অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরও। সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানি চলছে। তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই মামলা ওঠে। তবে এখনও সেই মামলার নিষ্পত্তি হয়নি।

OBC certificate case

আরও পড়ুন: জালিয়াতির কবলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়! ৬৫ লক্ষ টাকা উধাও তৃণমূল সাংসদের অ্যাকাউন্ট থেকে, তদন্তে লালবাজার

বিচারপতি চন্দ্রচূড়ের অবসরের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি হন বিচারপতি গাভাই। এবার তাঁর বেঞ্চে দ্রুত মামলা শোনার জন্য আর্জি জানিয়েছিলেন রাজ্যের আইনজীবী। বৃহস্পতিবার শুনানির পর সুপ্রিম কোর্ট জানিয়েছে আগামী সপ্তাহে ফের ওবিসি সংক্রান্ত মামলার শুনানি রয়েছে।