এ তো লটারি! ভাইফোঁটার পর ফের লম্বা ছুটি, প্রকাশ্যে এল পশ্চিমবঙ্গ সরকারের হলিডে লিস্ট

বাংলা হান্ট ডেস্কঃ ছুটি যেন শেষ হওয়ারই নাম নেই। গত মাসে পুজো উপলক্ষে একাধিক ছুটি (Holiday) পেয়েছেন রাজ্য সরকারি কর্মীরা (West Bengal State Government Employees)। দুর্গাপুজোর সময় সেই চতুর্থী থেকে ছিল টানা ছুটি। দুর্গাপুজো, লক্ষী পুজোর ছুটির তো শেষ, চলছে কালীপুজো। এদিকে সামনেই ফের ছুটি।

ফের একবার টানা ছুটি পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। সেই তালিকা সামনে আসতেই খুশিতে আত্মহারা সকলে। ভাইফোঁটার ছুটির রেশ শেষ হতে না হতেই পরপর ২ দিন ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা। কিন্তু কেন? ফের কেন মিলছে ছুটি? চলুন জেনে নেওয়া যাক।

এবছর, ছটপুজোর (Chhath Puja) ছুটির দিনে সামান্য পরিবর্তন করা হয়েছে। চলতি বছর ১৯ নভেম্বর রবিবার পড়েছে ছটপুজো। তবে সেদিন রবিবার হওয়ায় তার বদলে পরেরদিন সোমবার অর্থাৎ ২০ নভেম্বর ছুটি দেওয়া হয়েছে। অর্থাৎ পরপর দুদিন ছুটি।

আরও পড়ুন: কথা দিয়ে কথা রাখলেন! মঙ্গলে বড়মার মন্দিরে পুজো দিলেন অভিষেক, নিজ হাতে করলেন আরতি

ছটপুজো উপলক্ষে একদিন অতিরিক্ত একটি ছুটির ঘোষণা করা হয়েছে নবান্ন তরফে। যা পেয়ে খুশি সরকারি কর্মচারীরা। প্রসঙ্গত, এর আগে ছট পুজোয় ছুটি কেবল তারাই পেতেন যারা পুজো করতেন। তবে এখন ছটপুজো উপলক্ষে রাজ্য সরকারের সমস্ত কর্মীদেরই ছুটি দেওয়া হয়।

nabanna

আগামী বছর ২০২৪ সালে দুর্গাপুজোর ছুটির তালিকা : আগামী বছর চতুর্থীর দিন থেকেই পুজো। তবে তার আগে দ্বিতীয়া ও তৃতীয়া পড়েছে শনি ও রবিবার। অর্থাৎ দ্বিতীয়া থেকেই ছুটি শুরু। পুজোর ছুটির পর লক্ষ্ণী পুজো ১৬ অক্টোবর পড়লেও তার পরের দু’দিন ছুটি অর্থাৎ ১৭ ও ১৮ অক্টোবর অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়েছে। সবমিলিয়ে পুজোতে সরকারি কর্মীরা সেই দ্বিতীয়া থেকে শুরু করে মোট দুসপ্তাহের ছুটি উপভোগ করতে পারবেন।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর