উচ্চ মাধ্যমিকের সিলেবাসে নতুন বিষয়! এবার শিক্ষকদের নিয়ে বড় সিদ্ধান্ত সংসদের

বাংলা হান্ট ডেস্কঃ উচ্চ মাধ্যমিক স্তরের পড়াশোনায় সাম্প্রতিক অতীতে বেশ কিছু বদল এসেছে। বার্ষিক পরীক্ষার বদলে ইতিমধ্যেই সেমিস্টার পদ্ধতি শুরু হয়েছে। সেই সঙ্গেই বেশ কিছু বিষয়ের সিলেবাস বদল এবং পাঠ্যক্রমে নতুন কিছু বিষয় যুক্ত হয়েছে। যদিও সেই বিষয়গুলি পড়ানোর জন্য নতুন শিক্ষক নিয়োগ করা হয়নি। এই আবহে এবার বড় সিদ্ধান্ত নিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)।

  • উচ্চ মাধ্যমিক স্তরে নতুন বিষয়! বড় সিদ্ধান্ত সংসদের (WBCHSE)

সময়ের সঙ্গে পড়াশোনার ধরণে আমূল বদল এসেছে। বর্তমান সময়ে দাঁড়িয়ে এমন বহু বিষয় প্রাসঙ্গিক হয়ে উঠেছে যা হয়তো আগেকার পাঠ্যক্রমে ছিল না। চলতি বছর থেকে যেমন উচ্চ মাধ্যমিক (Higher Secondary) স্তরের পাঠ্যক্রমে বেশ কিছু নতুন বিষয় যুক্ত হয়েছে। তবে সেগুলি পড়ানোর জন্য নতুন শিক্ষক নিয়োগ হয়নি। সেই কারণে বর্তমান শিক্ষকদেরই এই বিষয়ে পড়ানোর প্রশিক্ষণ দিচ্ছে সংসদ।

জানা যাচ্ছে, শিক্ষকদের (School Teachers) প্রশিক্ষণ দেওয়ার এই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। আগে কৃত্রিম মেধা ও ডেটা সায়েন্স এবং কৃত্রিম মেধার প্রয়োগের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানান সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এবার সল্টলেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসে ‘সায়েন্স অফ ওয়েলবিয়িং’ বিষয়টির প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে বলে খবর।

আরও পড়ুনঃ দূর হবে বৈষম্য! বাংলার সরকারি কর্মী-অফিসারদের জন্য বড় খবর! বৃহস্পতিতেই …

এই প্রসঙ্গে চিরঞ্জীববাবু (Chiranjib Bhattacharya) বলেন, ‘আগে কৃত্রিম মেধা ও ডেটা সায়েন্স, কৃত্রিম মেধার প্রয়োগের ওপরে প্রশিক্ষণ হয়েছে। মঙ্গলবার থেকে শুরু হয়েছে সায়েন্স অফ ওয়েলবিয়িংয়ের প্রশিক্ষণ। সেটা চলবে আগামী বৃহস্পতিবার অবধি’।

WBCHSE school teacher training

শিক্ষকদের প্রশিক্ষণ প্রসঙ্গে সংসদের (WBCHSE) সচিব প্রিয়দর্শিনী মল্লিক বলেন, উচ্চ মাধ্যমিক স্তরে যে নতুন বিষয়গুলি যুক্ত হয়েছে সেগুলি এমনভাবে পড়াতে হবে যাতে ছাত্রছাত্রীরা উৎসাহ পায়। তাঁর কথায়, ‘নানান বিদ্যালয়ের ভুগোল, বায়োসায়েন্স, পরিবেশবিদ্যা, মনস্তত্ত্ব, হিউম্যান ডেভেলপমেন্ট সহ কয়েকটি বিষয়ের শিক্ষকদের পর্যায়ক্রমে প্রশিক্ষণ দেওয়া হবে’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর