বাংলা না জানলে ‘বাদ’! WBCS-এ বাঙ্গালীদের জন্য চওড়া হল রাস্তা, নতুন শর্তে তুঙ্গে উত্তেজনা

Published on:

Published on:

WBCS Bengali Proficiency Rule Tightened
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য প্রশাসনিক পরিষেবার অন্যতম বড় পরীক্ষা ডব্লুবিসিএস (WBCS)। সেই পরীক্ষার যোগ্যতা নির্ধারণে বাংলা ভাষা জানার বিষয়ে এবার আরও কঠোর অবস্থান নিল রাজ্য পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)। ২০২৪ সালের ডব্লুবিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তিতেই স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, বাংলা ভাষা পড়া, লেখা ও বলার ক্ষমতা থাকা আবশ্যিক। শুধুমাত্র যাঁদের মাতৃভাষা নেপালি, তাঁরাই এই নিয়ম থেকে ছাড় পাবেন।

ডব্লুবিসিএস (WBCS) পরীক্ষার বিজ্ঞপ্তিতে নতুন সংযোজন

কমিশনের বিজ্ঞপ্তি বলছে, বাংলা বা নেপালি কোনোটিই যাঁদের মাতৃভাষা নয়, তাঁদের ক্ষেত্রে ইন্টারভিউ বোর্ডই পরীক্ষা করবে তাঁদের বাংলা ভাষার জ্ঞান কতটা। অর্থ দপ্তরের ২০১৬ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী এই নিয়ম বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২৩ সালের বিজ্ঞপ্তিতেও বাংলা জানার শর্ত ছিল, তবে এবার নতুন করে আরও কয়েকটি লাইন যোগ হয়েছে। স্পষ্ট বলা হয়েছে,
ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টে বাংলা জানার পরীক্ষায় ব্যর্থ হলে প্রার্থীপদ বাতিল হয়ে যাবে।

স্ক্রিনিং থেকে মেইন, কোথায় কোথায় পরীক্ষা হবে বাংলা ভাষার?

  • ডব্লুবিসিএস (WBCS) পরীক্ষায় প্রথম ধাপ স্ক্রিনিং, যেখানে প্রশ্ন থাকে এমসিকিউ পদ্ধতিতে। এখানে ভাষাজ্ঞান যাচাই করা হয় না। স্ক্রিনিংয়ে উত্তীর্ণ প্রার্থীরাই বসতে পারেন মূল পরীক্ষায়।
  • মেইন পরীক্ষায় ইংরেজির পাশাপাশি আরেকটি ভাষার ওপর আবশ্যিক পরীক্ষা আছে। সেখান থেকে পরীক্ষার্থীরা বাংলা, নেপালি, সাঁওতালি, হিন্দি, উর্দু, যেকোনো একটি বেছে নিতে পারেন।
  • ঐচ্ছিক বিষয়ের তালিকাতেও রয়েছে একাধিক ভাষা। ফলে বাংলা পরীক্ষা না দিয়েও কেউ মেইন উত্তীর্ণ হতে পারেন। কিন্তু চাকরিতে যোগ দিতে গেলে ইন্টারভিউতেই প্রমাণ করতে হবে যে তিনি বাংলা পড়তে, লিখতে ও বলতে পারেন।

সূত্রের খবর, বাংলা বা নেপালি ভাষাকে মেইন পরীক্ষায় (WBCS) বাধ্যতামূলক করার ভাবনাচিন্তা আগেও হয়েছিল। কিন্তু রাজ্যের স্থায়ী বাসিন্দা হলেও যাঁদের মাতৃভাষা বাংলা নয়, তাঁদের সুবিধার জন্য সেই সিদ্ধান্ত কার্যকর হয়নি। কারণ হিন্দি বা সাঁওতালির মতো ভাষা বাদ দিলে বহু পরীক্ষার্থী সমস্যায় পড়তেন। কমিশন আশা করছে, রাজ্যের বাসিন্দা যারা বাংলা মাতৃভাষা না হলেও, তাঁরা বাংলা লেখাপড়া ও বলার যোগ্যতা ইন্টারভিউতে বুঝিয়ে দিতে পারবেন। কিন্তু ভিনরাজ্য থেকে আসা অবাঙালি পরীক্ষার্থীদের জন্য এই নিয়ম বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

WBCS Bengali Proficiency Rule Tightened

আরও পড়ুনঃ ‘১৫ লক্ষ ৫০ হাজার দিলাম স্যর…’ জেলে বসেই চলছে চাকরি বিক্রি? জীবনকৃষ্ণকে নিয়ে বিস্ফোরক শুভেন্দু

উল্লেখ্য, রাজ্য সরকারের অন্যান্য স্থায়ী চাকরিতেও বাংলা জানার নিয়ম রয়েছে। কয়েক বছর আগে ক্লার্কশিপ পরীক্ষায় একাধিক প্রার্থী সফল হয়েও বাতিল হয়েছিলেন বাংলা না জানার কারণে। ডব্লুবিসিএস-এ (WBCS) নতুন কড়াকড়ির সিদ্ধান্তে তাই পরিষ্কার যে, রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক চাকরিতে যোগ দিতে হলে বাংলা ভাষাজ্ঞান থাকা বাধ্যতামূলক।