মাধ্যমিক পাশেই সরকারি চাকরির সুযোগ! ফুড SI পদে প্রায় ১০০০ নিয়োগ, কিভাবে করবেন আবেদন?

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ চাকরি প্রার্থীদের জন্য দুর্দান্ত খবর। WBPSC Food SI পদে নিয়োগ হচ্ছে রাজ্যে। মোট ১০০০ এর মতো শূন্যপদে হবে নিয়োগ। WBPSC Food SI 2023-এর নিয়োগের ঘোষণা করা হয়েছে। গত ১০ মে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট www.wbpsc.gov.in-এ এই নিয়োগের বিজ্ঞাপন দেওয়া হয়েছে।

বিস্তারিত : পশ্চিমবঙ্গ সরকারের ফুড অ্যান্ড সাপ্লাইজ সার্ভিস গ্রেড III-তে সাব ইন্সপেক্টর পদে চাকরির সুযোগ। এর মাধ্যমে পশ্চিমবঙ্গের খাদ্য দফতরে নিয়োগ করা হবে। পাবলিক সার্ভিস কমিশন সূত্রে খবর, মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে এই পদে চাকরির জন্য আবেদনের উইন্ডো খুলবে।

যোগ্যতা : রাজ্য সরকারের ফুড অ্যান্ড সাপ্লাইজ সার্ভিস পদে চাকরির জন্য আবেদনকারীকে অন্তত পক্ষে মাধ্যমিক পাশ হতে হবে। জানা গিয়েছে, WBPSC এর দ্বারা লিখিত প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। পাশাপাশি ইন্টারভিউ-ও নেওয়া হবে।

লিখিত ভাবে প্রার্থীর গণিত এবং সাধারণ জ্ঞানের পরীক্ষা নেওয়া হবে। তবে ভালো খবর যে কেও মাধ্যমিক পাশ হলেই এই পদের জন্য আবেদন করতে পারবে। মোট শূন্যপদের সংখ্যা ৯৫৭ বলে জানানো হয়েছে।

job candidates

আবেদনকারীর বয়সসীমা ১৮-৪০ বছর। SC, ST সহ অন্যান্য সংরক্ষিত প্রার্থীদের বয়সের ছাড় আছে।
তবে এই নিয়ে অফিসিয়াল ভাবে কোনো বিস্তারিত বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। নতুন আপডেট জানতে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখুন।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X