বাংলা হান্ট ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য এবার বড়সড় সুখবর সামনে এল। মূলত, রাজ্য সরকারের বিবিধ মন্ত্রক এবং দফতরে বিভিন্ন কর্মী নিয়োগের লক্ষ্যে রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন (West Bengal Public Service Commission) ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে। এক্ষেত্রে প্রার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষা “মিসেলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট এগজামিনেশন”-এর মাধ্যমে সংশ্লিষ্ট পদগুলিতে নিয়োগ করা হবে বলেও জানা গিয়েছে। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে এই নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।
কোন কোন পদে করা হবে নিয়োগ: এক্ষেত্রে যে যে পদগুলিতে নিয়োগ করা হবে তার বিস্তারিত বিবরণ প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানতে পারবেন প্রার্থীরা। তবে, সেই পদগুলির মধ্যে অ্যাসিসট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার সহ ব্লক ইয়ুথ অফিসার, মিউনিসিপ্যাল ইয়ুথ অফিসার, বরো ইয়ুথ অফিসার ছাড়াও আরও অন্যান্য পদ অন্তর্ভুক্ত রয়েছে।
মোট শূন্যপদের সংখ্যা: জানিয়ে রাখি যে, পরীক্ষার মাধ্যমে মোট কতগুলি শূন্যপদে নিয়োগ করা হবে, তা এখনও বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।
বয়সসীমা: এক্ষেত্রে আবেদনে ইচ্ছুক প্রার্থীদের বয়স ২০ বছর থেকে ৩৯ বছরের মধ্যে হতে হবে। তবে, সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য বয়সের ক্ষেত্রে ছাড় উপলব্ধ হবে।
বেতন: এক্ষেত্রে পদের ভিত্তিতে বেতনক্রম হবে প্রতি মাসে ৩২,১০০-৮২,৯০০ টাকা বা ২৮,৯০০-৭৪,৫০০ টাকা। পাশাপাশি, মিলবে অন্যান্য সুযোগ-সুবিধাও।
প্রয়োজনীয় যোগ্যতা: আবেদনকারীদের যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি, বাংলা অথবা নেপালি ভাষায় কথোপকথনে বা লেখালিখিতেও পারদর্শী হতে হবে।
আরও পড়ুন: নিম্নচাপের হঠাৎ “রুট” পরিবর্তনে ভাসছে বাংলা! কবে থামবে বৃষ্টি? যা জানালো হাওয়া অফিস….
আবেদন পদ্ধতি: আবেদনে ইচ্ছুক প্রার্থীদের কমিশনের ওয়েবসাইটে আবেদন করতে হবে। পাশাপাশি, প্রয়োজন পড়বে কিছু গুরুত্বপূর্ণ নথিরও। এক্ষেত্রে, অসংরক্ষিত প্রার্থীদের আবেদনমূল্য বাবদ ১৬০ টাকা জমা দিতে হলেও সংরক্ষিত শ্রেণিভুক্তদের কোনো অর্থ জমা দিতে হবে না।
আরও পড়ুন: অবাক কাণ্ড! এবার আচমকাই মাটি খুঁড়ে ৩২,০০০ ফুটের গর্ত খুঁড়ছে চিন, মতলব জানলে চমকে উঠবেন
নিয়োগ পদ্ধতি: এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে তিনটি ধাপে। সেগুলি হল প্রিলিমিনারি পরীক্ষা, ফাইনাল পরীক্ষা এবং ইন্টারভিউ। জানিয়ে রাখি যে, ইংরেজি অথবা বাংলা ভাষায় এই পরীক্ষা দেওয়া যাবে। চূড়ান্ত মেধাতালিকা তৈরি হবে ফাইনাল পরীক্ষা এবং ইন্টারভিউয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে।
গুরুত্বপূর্ণ তারিখ: অনলাইন আবেদন প্রক্রিয়া আগামী বৃহস্পতিবার থেকে শুরু হয়ে আগামী ২ নভেম্বর পর্যন্ত চলবে। পাশাপাশি, অফলাইনে আবেদনমূল্য জমা দেওয়া যাবে ৩ নভেম্বর পর্যন্ত।