বাংলা হান্ট ডেস্কঃ আসাদউদ্দিন ওয়াইসির (Asaduddin Owaisi) দল AIMIM এর বিধায়ক মুফতি মোহম্মদ ইসমাইল (Mufti Mohammad Ismail) একটি বিতর্কিত বয়ান দিয়ে শিরোনামে উঠে এসেছেন। মহারাষ্ট্রের মালেগাওতে (Malegaon) মুফতি মোহম্মদ ইসমাইল বলেন, শহরে গুলি চলল, কিন্তু কোন এফআইআর দায়ের হয়নি! যদি পুলিশ আমাদের কাছে আসে, তাহলে তাঁদের জেনে নেওয়া উচিৎ যে, আমরা যেমন শান্তি বজায় রাখতে পারি, তেমনই অশান্তি কেমন ভাবে ছড়াতে হয় সেটাও ভালো মতো জানি। আমি চুড়ি পড়ে বসে নেই।
#WATCH Mufti Mohd Ismail,AIMIM MLA in Malegaon: …An incident of firing took place in city,why was no FIR registered?…If it comes to us then dept(Police dept)should note that if we know to maintain peace,we also know how peace would go away. We aren't wearing bangles." (29.02) pic.twitter.com/TDlu0SgHxe
— ANI (@ANI) March 2, 2020
যদিও পরে নিজের বয়ানের সাফাই গেয়ে AIMIM এর বিধায়ক মুফতি মোহম্মদ ইসমাইল বলেন, আমি এই বয়ান শুধু নিজের শহরের জন্যই দিয়েছি। এই বয়ানের সাথে মহারাষ্ট্র অথবা ভারতের কোন সম্পর্ক নেই। AIMIM এর নেতার ঘরের পাশেই ফায়ারিং চলছিল, আর সেই নিয়েই আমি এই বয়ান দিয়েছি। আমি বলেছি যে, আমরা শান্তি বজায় রাখার জন্য পুলিশের সাহায্য করি, যদি আমরা এটা না করি তাহলে অশান্তি ছড়িয়ে পড়বে।
আপনাদের জানিয়ে দিই, এর আগে AIMIM নেতা ওয়ারিস পাঠান কর্ণাটকের কালবুর্গীতে ১৬ই ফেব্রুয়ারি নাগরিকতা সংশোধন আইনের বিরুদ্ধে আয়োজিত একটি সভায় বলেছিলেন যে, আমাদের সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। আমরা আজাদি চাই, আজাদি চাইলেই পাওয়া যাবেনা। আজাদি ছিনিয়ে নিতে হবে।
#WATCH AIMIM leader Waris Pathan: …They tell us that we've kept our women in the front – only the lionesses have come out&you're already sweating. You can understand what would happen if all of us come together. 15 cr hain magar 100 ke upar bhaari hain, ye yaad rakh lena.(15.2) pic.twitter.com/KO8kqHm6Kg
— ANI (@ANI) February 20, 2020
উনি আরও বলেছিলেন, মনে রাখবেন আমরা ১৫ কোটি মুসলিম, কিন্তু আমরা ১০০ কোটিকে শিক্ষা দেওয়ার জন্য যথেষ্ট। পাঠানের এই বিতর্কিত বয়ান সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছিল।