বাংলা হান্ট ডেস্ক : গোটা দেশ জুড়ে তেলেঙ্গানার পর উন্নাও এর ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। উন্নাওয়ের নির্যাতিতার মৃত্যুর পর শনিবার ধান সবার সামনেই ধর্নায় বসেছিলেন অখিলেশ যাদব, কংগ্রেসের তরফ থেকে কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গাঁধী বঢরা নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে দেখাও করেন। আবার উন্নাও ঘটনা নিয়ে মন্তব্য তুলে ধরলেন বিজেপি র সাংসদ গৌতম গম্ভীর।
জাতি হিসেবে আমরা সবাই ব্যর্থ হয়েছি এমনটাই বলেন তিনি পাশাপাশি ভারতীয় হিসেবে তিনি লজ্জা বোধ করছেন বলেও মন্তব্য করেন। একজন মহিলাকে গণধর্ষণের পর তাকে পুড়িয়ে মারা হল অথচ তাঁকে বাঁচাতে পারলাম না আমরা এমনটাও মন্তব্য করেন তিনি একই সঙ্গে সমস্ত দলমত নির্বিশেষে সকলকে এক হয়ে দাঁড়ানোর বার্তাও দিয়েছেন গৌতম।
ধর্ষণ নিয়ে কখনই রাজনীতি করা উচিত নয় বলেও জানিয়েছেন গম্ভীর। এ তো মহিলাদের নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে তাই গৌতম গম্ভীর মহিলাদের সূর্যাস্তের পর নিরাপত্তার অভাব বোধ করা নিয়েও মন্তব্য করেন। পাশাপাশি দেশ জুড়ে যখন বিভিন্ন মানুষ বিভিন্ন মতামত পোষণ করার পাশাপাশি মহিলাদের পোশাক নিয়ে প্রশ্ন তুলেছেন ঠিক তখনই অন্য পথে হেঁটেছেন গৌতম গম্ভীর।
নারীদের সাজ সজ্জা নয় বড় মানসিকতা বদলানো উচিত বলেই মনে করছেন তিনি। অন্যদিকে ধর্ষণের মামলায় অভিযুক্তদের এক মাসের মধ্যেই শাস্তি দেওয়া উচিত বলেও জানান। আর ধর্ষকদের শাস্তি যেন মৃত্যুদণ্ড হয় এমনটাও বলেন তিনি।