‘OBC-র মধ্যে দিয়েই ৯৯ শতাংশ সংরক্ষণ…’, সংখ্যালঘু তোষণ নিয়ে বড় স্বীকারোক্তি মমতার?

বাংলা হান্ট ডেস্ক : বছর ঘুরলেই লোকসভা ভোট (Lok Sabha Election)। আর সেই ভোট বৈতরণী পার করার জন্য মরিয়া হয়ে উঠেছে প্রতটি রাজনৈতিক দল। রাজ্যের শাসকদলও যে খুব একটা পিছিয়ে নেই, সেই কথা ভালোই স্পষ্ট করে দিলেন তৃণমূল সুপ্রিমো। এইদিন নেতাজি ইনডোরের সভা থেকে দলীয় নেতৃত্বকে ISF-এর বিরুদ্ধে অল আউট অ্যাটাকে যাওয়ার নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

05mamata

জোরালো হচ্ছে মুখ্যমন্ত্রীর সংখ্যালঘু তোষণ নীতি

এইদিন মুখ্যমন্ত্রীর নিশানায় ছিল বিজেপি (BJP) থেকে শুরু করে ISF বিধায়ক নওশাদ সিদ্দিকিও (Nawsad Siddique)। পাশাপাশি তিনি এটাও বলেন, সংখ্যালঘুদের (Minority) ভুল বুঝিয়ে প্রভাবিত করা হচ্ছে। এসবের পাশাপাশি আরো অনেককিছুই তিনি বলেছেন যা থেকে মুখ্যমন্ত্রীর (Chief Minister) সংখ্যালঘু তোষণ নীতি আরও জোরালো হচ্ছে। যা নিয়ে রীতিমত সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি।

কী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়?

উল্লেখ্য , এইদিন সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘বিজেপি তো বলেই দিয়েছে সবার জন্য সংরক্ষণ হবে মুসলিমদের জন্য হবে না। কেন? আগে তো শিডিউল কাস্টদের রিজারভেশনও তুলে দেওয়ার চেষ্টা করেছিল। তোরা কী দিবি না রিজার্ভেশন? আমরা OBC রিজার্ভেশন ১৭ শতাংশের মধ্যে দিয়ে ৯৯ শতাংশ করে দিয়েছি। কত সংখ্যালঘু ছেলে মেয়েরা আজকাল ডাক্তার, ইঞ্জিনিয়ার WBCS, শিক্ষক, প্রফেসর হচ্ছে। নিজের পায়ে দাঁড়াচ্ছে’।

আরও পড়ুন : মহা ফাঁপরে কেন্দ্র, ভোটের আগে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এল সুখবর! ঘোষণা খোদ মুখ্যমন্ত্রীর

সংরক্ষণের নামে চলছে মুসলিম তুষ্টিকরণ, দাবি বিরোধীদের

মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর থেকেই জোরালো হচ্ছে শাসকদলের সংখ্যালঘু তোষণ নীতি। বিরোধী থেকে শুরু করে নেটিজনদের একাংশের দাবি, সংরক্ষণের নামে চলছে মুসলিম তুষ্টিকরণ। সহজ কথায় ওবিসি সংরক্ষণের নামে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার মুসলিম তোষণ করছে বলে দাবি বিরোধী দলের। যদিও এটাই প্রথম নয়, এর আগেও একাধিকবার মুসলিম তোষণের অভিযোগ উঠেছে রাজ্য সরকারের বিরুদ্ধে।

 আরও পড়ুন : মাত্র ১০ টি মাছেই বদলে দিল ভাগ্য! রাতারাতি কোটিপতি হয়ে গেলেন এই মৎস্যজীবী

gettyimages 532517006

আগেও উঠেছে এই অভিযোগ

এর আগেও একবার মুখ্যমন্ত্রী সংখ্যালগঘু তুষ্টিকরণ প্রসঙ্গে সাফ জানিয়েছিলেন, “আমি তো মুসলিম তোষণ করি। যে গরু দুধ দেয় তার লাথও খাব।” পাশাপাশি ইমাম এবং মোয়াজ্জেমদের ভাতা বৃদ্ধি নিয়েও ব্যাপক সমালোচনা হয়েছে রাজনৈতিক মহলে। আর এবার সংখ্যালঘুদের সংরক্ষণ নিয়ে শুরু হল আরেক প্রস্থ রাজনৈতিক চাপানউতোর।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর