“সেমিফাইনাল বা ফাইনাল খেলার কথা ভাবছি না”, কিউইদের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ ভেস্তে যাওয়ার পর মন্তব্য রোহিত শর্মার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বৃষ্টির জন্য ভেস্তে গেল নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের শেষ প্রস্তুতি ম্যাচটি। গত কয়েকটি প্রতিযোগিতায় ভারতের নেমেসিসে পরিণত হওয়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ হাতছাড়া হলো রোহিত শর্মাদের। আগামী রবিবার স্থানে বিরুদ্ধে নামার আগে আর মাঠে নামতে হচ্ছে না ভারতীয় দলকে। যদিও একটিমাত্র প্রস্তুতি ম্যাচ খেলতে না পারার কারণে দলের প্রস্তুতিতে কোন অভাব হবে না এই ধারণা ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার।

সম্প্রতি একটা সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “বহুদিন হয়ে গেছে আমরা বিশ্বকাপ জিতিনি। প্রস্তুতি ম্যাচগুলো খেলে আমাদের রণনীতি কি হবে তা আমরা নির্ধারণ করেছি ঠিকই, তো আমাদের মাঠে আমাদের পরিকল্পনাগুলো ঠিকঠাকভাবে রূপান্তর করতে হবে। একমাত্র সেই জিনিসটা ঠিকঠাক করতে পারলে তবেই আমরা ভালো কিছু করে দেখাতে পারব।”

Rohit reflects

ভারতের এই টুর্নামেন্টের কতদূর যাবার লক্ষ্য সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে হিটম্যান জানিয়েছেন, “এখনই এটা বলা সম্ভব না। দেখুন, আপনি প্রথম থেকেই ভেবে নিতে পারেন না যে আপনি সেমিফাইনাল ফাইনাল খেলবেন। আপনি যখন যখন মাঠে নামবেন তখন তখন আপনার পুরো ফোকাসটা সেই নির্দিষ্ট ম্যাচের উপর রাখতে হবে। প্রাথমিকভাবে আমাদের লক্ষ্য হলো যাতে আমাদের পরিকল্পনাগুলো সঠিকভাবে মাঠে প্রতিফলন করা যায় সেইটা নিশ্চিত করা।”

জাতীয় দলকে বিশ্বকাপের মতো বড় মঞ্চে নেতৃত্ব দিতে পেরে কেমন লাগছে সেই প্রশ্নের জবাবে রোহিত বলেছেন, “এটা সত্যিই একটা বিরাট গর্ব এবং সম্মানের ব্যাপার আমি অধিনায়ক হিসেবে প্রথমবার দেশকে এত বড় একটা টুর্ণামেন্টে নেতৃত্ব দিতে চলেছি। যতবার বিশ্বকাপের মঞ্চে নেমেছে ততোবারই বিশেষ একটা অনুভূতি হয়েছে। দলের সকলেই অত্যন্ত উৎসাহিত হয়ে আছে এবং প্র্যাকটিস ম্যাচগুলোর মাধ্যমে আমরা পরিস্থিতির সাথে অনেকটাই মানিয়ে নিয়েছি। এখন শুধু আসল দিনগুলিতে সবকিছু ঠিকঠাক করতে হবে।”

Reetabrata Deb

সম্পর্কিত খবর