“আমরা বিরাটকে নিয়ে আলোচনাই করছি না, খারাপ লাগছে” মন্তব্য করলেন আকাশ চোপড়া

বাংলা হান্ট নিউজ ডেস্ক: প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া প্রথম টি টোয়েন্টি ম্যাচ জেতার পর বিরাট কোহলিকে নিয়ে অভিমত ব্যক্ত করেছেন। তিনি বলেছেন যে বিরাট কোহলির আউট হওয়ার পদ্ধতি আরও দিন দিন খুবই খারাপ হচ্ছে যা একেবারেই প্রত্যাশিত নয়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে আরেকটি হতাশাজনক পারফরম্যান্সের মধ্যে দিয়ে কোহলির খারাপ ফর্ম অব্যাহত।

কোহলি কালকে ভালো শুরু করলেও তিনি ঝুঁকিপূর্ণ শট খেলতে গিয়ে আউট হন। কোহলি স্ট্রাইক রোটেট করতে এবং স্কোরবোর্ডে সচল রাখতে অত্যন্ত দক্ষ বলে পরিচিত ছিলেন। কিন্তু কাল কোহলি দায়িত্বহীনের মতো কভারের উপর দিয়ে ইনসাইড-আউট শট খেলার চেষ্টা করতে গিয়ে লং অফে কায়রন পোলার্ডের হাতে সহজ ক্যাচ তুলে দেন।

   

kohli duck 1720x1000

আকাশ চোপড়া এই প্রসঙ্গে বলেছেন “বিরাট কোহলি আবার রান করেননি এবং যেভাবে তিনি আউট হচ্ছেন, সেটা তার থেকে একেবারেই প্রত্যাশিত। ভারত একটা ম্যাচ জিতেছে কিন্তু আমরা সেই জয়ে বিরাট কোহলিকে নিয়ে খুব কম কথা বলছি, যা কখনোই ভাবা যেত না। আমরা তার সম্পর্কে কথাও বলছি না, ব্যাপারটা আমার তো খারাপ লাগছেই এবং আমি নিশ্চিত যে এটা অবশ্যই তাকেও কষ্ট দিচ্ছে।”

আকাশ আরও যোগ করেছেন যে “কোহলি আগে কখনো এরকম করতেন না এবং প্রয়োজন না হলে বড় শট খেলতে চেষ্টা করতেন না। তিনি সিঙ্গেল এবং ডবলের সাহায্যে স্কোরবোর্ড সচল রাখতেন। তিনি ঝুঁকি-বিরুদ্ধ ক্রিকেট খেলতেন। কিন্তু এখন তিনি সেরকম খেলছে না এবং এটা একটু উদ্বেগের বিষয়,” চোপড়া যোগ করেছেন।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর