আমাদের আইপিএল জেতা উচিৎ ছিল, এর জন্য যথেষ্ট আক্ষেপ হয়: বিরাট কোহলি।

প্রত্যেকবার তারকাদের নিয়ে শক্তিশালী দল তৈরি করলেও এখনও পর্যন্ত একবারও আইপিএল জিততে পারেনি বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। আর এই নিয়ে যথেষ্ট আক্ষেপ রয়েছে অধিনায়ক বিরাটের। প্রত্যেকবার আরসিবি সমর্থকরা জয়ের আসায় বুক বাঁধেন কিন্তু একবারও তাদের সেই আশা পূরণ হয় না।

এইদিন ইনস্টাগ্রামে কেভিন পিটারসেনকে একটি সাক্ষাৎকারে আরসিবি অধিনায়ক কোহলি বলেন আমাদের দলে প্রত্যেকবারই বড় বড় তারকারা থাকেন। তাই সমর্থকরা একটু বেশি আশা করেন। এছাড়াও অন্যান্য দলের ভক্তরাও আমাদের দিকে একটু বাড়তি নজর দেন ফলে কিছুটা হলেও চাপের মধ্যে থাকতে হয় আমাদের।

1128626936d4368a19089187b16092afaec3f8804

কোহলি বলেন আইপিএলে আমরা তিনবার ফাইনালে উঠেছি, তিনবার সেমি ফাইনাল খেলেছি কিন্তু একবারও ট্রফি জিতিনি। প্রত্যেকবারই আমরা ভাবি এবার হয়তো ট্রফি জিতবো কিন্তু শেষ পর্যন্ত সেটা আর হয় না। তবে বিরাটের মতে আমাদের ট্রফি জেতা উচিৎ ছিল। সেই সাথে বিরাট কোহলি জানিয়েছেন 2016 সালে চেন্নাস্বামী স্টেডিয়ামে পাঞ্জাবের বিরুদ্ধে 50 বলে 113 রানের ইনিংটাই বিরাটের আইপিএল কেরিয়ারের সেরা ইনিংস।

ad

Udayan Biswas

সম্পর্কিত খবর