‘১৭ টি গ্রাম পঞ্চায়েতে তৃণমূলকে সাফ করব’, নন্দীগ্রামে দাঁড়িয়ে সরাসরি মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর!

বাংলা হান্ট ডেস্ক : পঞ্চায়েতের নির্বাচনের আগে ফের হুংকার শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। ‘১৭ গ্রাম পঞ্চায়েতে সাফ করব, ১১ টাতে বিজেপি (Bharatiya Janata Party) নিজে বোর্ড করবে আর ৬ টাতে তৃণমূল (Trinamool Congress) মুক্ত বোর্ড করব। কী করব তার ব্যবস্থা নমিনেশনেই সব ঠিক হয়ে গিয়েছে।’

সংবাদমাধ্যমকে তিনি এদিন বলেন, ‘নন্দীগ্রামের ত্রিস্তর পঞ্চায়েতে প্রায় ৪৫০ সিট আছে। আমরা এখানে যে ব্যবস্থা করেছি, নন্দীগ্রামের বিধানসভা ভোটে শুভেন্দু অধিকারীর জেতা সিটগুলোতে পদ্মফুল আছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানো সিটগুলিতে তৃণমূলকে উচ্ছেদ করার যা অ্যান্টিবায়োটিক দরকার, তা আছে। ৬৬ জায়গায় ৪৫০-এর মধ্যে নির্দল আছে মানুষের জোট আছে।’

   

হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেন, ‘সাফ করব। ১৭ গ্রাম পঞ্চায়েত সাফ করব, ১১ টায় বিজেপি নিজে বোর্ড করবে আর ৬ টায় তৃণমূল মুক্ত বোর্ড করব- কী করব তার ব্যবস্থা নমিনেশনের সব হয়ে গেছে। জঙ্গলের রাজত্বে এখনও পর্যন্ত ৮ জন মারা গিয়েছেন। কেন্দ্রীয় বাহিনী না দিলে এবারে মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে যাবে অন্যান্য বছরে তুলনায়।’

mamata suvendu

যৌথ মঞ্চের কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দাবি প্রসঙ্গে তিনি বলেন নির্বাচন কমিশনারকে বলা প্রসঙ্গে তীব্র কটাক্ষ করে বলেন ‘কমিশনারকে বলা আর কাকস্যা পরিবেদনা একই জিনিস।’ রাজীব সিনহার কত জমি আছে এনকেডিএ-এলাকায় সে নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

পঞ্চায়েত ভোটের আগেই নন্দীগ্রাম থেকে ফের মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসকে ঝাঁঝাল আক্রমণ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ‘নো ভোট টু মমতা’ শ্লোগানের পাশাপাশি ‘রক্ত দেব নন্দীগ্রামে তৃণমূলের চোরেদের জায়গা দেব না’ বলে নন্দীগ্রামে আন্দোলনের সুর চড়ালেন নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

অপরদিকে, শাসক দল ঘনিষ্ঠ শাহজাহানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক অভিযোগ সামনে এনে দীর্ঘ পোস্টে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর দাবি, ‘শাহজাহান শেখ, একজন কুখ্যাত দুষ্কৃতী ও মাফিয়া। বামফ্রন্ট আমলে লাল ঝান্ডা অ্যাকশন স্কোয়াডের নাম করা হার্মাদ ছিল এই শাজাহান শেখ। তাঁর জ্বালায় বর্তমান মন্ত্রীরা যারা তৎকালীন বিরোধী নেতা থাকাকালীন কতবার ধর্না দিয়েছেন তার হিসেব নেই, সেই হার্মাদকেই বামফ্রন্ট ক্ষমতাচ্যুত হতেই মমতা বন্দ্যোপাধ্যায় ফুলমালা দিয়ে বরণ করে এখন নিজের দলের সম্পদ করে নিয়েছেন’।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর