বাংলাহান্ট ডেস্কঃ রবিবার ২১ জুন সকাল থেকেই কলকাতার মুখ ভার। আকাশে মেঘের কারনে দেখা হয়নি বিরল সূর্যগ্রহণ। দিনভর কয়েক পশলা বৃষ্টিতে ভিজেছে তিলোত্তমা৷ সাথে রয়েছে আর্দ্রতা জনিত অস্বস্তি। বাকি সপ্তাহটাও কি এমনই যাবে নাকি আবহাওয়ার কিছুটা পরিবর্তন হবে? কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? জেনে নিন এক্ষুনি
ভারী বৃষ্টির পূর্বাভাস
উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার এই পাঁচটি জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে শনিবার পর্যন্ত লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি, মালদা ও দুই দিনাজপুরেও অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রাজ্যের বিস্তীর্ণ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে মোটের ওপর এই সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। কলকাতাতেও খুব বেশী বৃষ্টির সম্ভাবনা নেই।
আর্দ্রতা জনিত অস্বস্তি
বৃষ্টি না হলেও সারা বাংলা জুড়ে জারি থাকবে গুমোট গরম। বাতাসে অত্যাধিক আর্দ্রতা থাকার জন্য বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি। পাকিস্তান থেকে নিম্নচাপ অক্ষরেখা পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ ঝারখন্ড ওড়িশা উপকূল হয়ে উত্তর পশ্চিম বঙ্গোসাগরের উপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। যার ফলে প্রচুর জলীয়বাষ্প ঢুকবে বাংলায়
তাপমাত্রা
বৃষ্টি না হওয়ায় এই সপ্তাহে বাড়তে পারে তাপমাত্রার পারদ এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ শহরের তাপমাত্রা সামান্য হলেও কমতে পারে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।