বিরতি শেষ, বাংলায় আবার শুরু হচ্ছে বঙ্গে বর্ষার নতুন ইনিংসঃ আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্কঃ মাঝে দু’একদিন বিরতি নিলেও আজ থেকে আবার শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে বর্ষার নতুন ইনিংস। আপাতত ঝাড়খন্ডে রয়েছে ঘূর্ণাবর্তের সম্ভাবনা। আগামী ৪৮ ঘন্টা
ঘূর্ণাবর্তটি অবস্থান করবে ঝাড়খন্ডেই অন্তত এমনটাই অনুমান আবহাওয়াবিদদের। মূলত ঝাড়খণ্ডের দিক থেকে তা অগ্রসর হবে পূর্ব ওড়িশার উপকূলবর্তী অঞ্চলগুলিতে। যার ফলে পশ্চিমবঙ্গের জন্য এখনই কোন ভারী দুর্যোগের পূর্বাভাস নেই। তবে বেশ কয়েকটি জেলা জুড়ে চলতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। কারণ ঘূর্ণাবর্তটি বিস্তৃত উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে। তাই ভারী কোনো প্রভাব না পড়লেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থেকেই যাচ্ছে।

আবহাওয়ার খবরঃ

সর্বোচ্চ তাপমাত্রা33° C
সর্বনিম্ন তাপমাত্রা27° C
আদ্রতা83%
বাতাস14 km/h
মেঘে ঢাকা63%

আজকের আবহাওয়াঃ

আবহাওয়া দপ্তর জানিয়েছে, বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ বেশি হওয়ায় আজও কাটবে না গরমের অস্বস্তি। তবে বিকেলের দিক থেকে বৃষ্টি হতে পারে বিভিন্ন জেলায়। যার জেরে কিছুটা স্বস্তি পাবে বঙ্গবাসী। বিশেষত উত্তর-পূর্ব ভারতের অঞ্চলগুলিতে আগামী চার পাঁচদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যার মধ্যে থাকছে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ। যদি আগামী কয়েকদিনে কোন সর্তকতা জারি করা হয়নি পশ্চিমবঙ্গের জন্য। তবে বিভিন্ন জেলায় বৃষ্টির বিচ্ছিন্ন বৃষ্টিপাতের সাথে সাথে ভারী বৃষ্টি হতে পারে বেশ কয়েকটি জেলায়।

in heavy rain

উত্তর ও দক্ষিণ বঙ্গের আবহাওয়াঃ

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বিশেষত উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে আজ থেকে শুরু হতে পারে ভারী বৃষ্টি। যা চলবে আগামী কয়েকদিন। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মূলত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায়। এছাড়া দু-এক পশলা হালকা বৃষ্টিপাত হতে পারে কলকাতা সহ হাওড়া, হুগলি এবং পুরুলিয়ায়। ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বিকেলের বইতে পারে ঝড়ো হাওয়া। যদিও মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করেনি হাওয়া অফিস।

আগামীকালের আবহাওয়ার পূর্বাভাসঃ

আগামী কয়েকদিন তাপমাত্রায় বড়োসড়ো তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই অনুমান আবহাওয়াবিদদের। আজকের মতোই আগামী কাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৭ ডিগ্রির আশেপাশে। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ থাকবে প্রায় ৬০%। আবহাওয়া দপ্তর জানিয়েছে মূলত ভারী বর্ষণ শুরু হতে পারে মঙ্গলবার থেকে। বিশেষত মঙ্গলবার থেকে মুর্শিদাবাদ এবং বীরভূমে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। তবে তাপমাত্রার অস্বস্তি এখনই কাটার কোন সম্ভাবনা নেই।


Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর